Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আমেরিকায় ব্যতিক্রমধর্মী সেহরি উৎসব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মে, ২০১৯, ১:১০ পিএম
সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর ডেট্রয়েট।

সেখানে মুসলিম-অমুসলিমরা একসঙ্গে সেহরি গ্রহণ করেছেন। গত শনিবার সেহরি অনুষ্ঠানে প্রায় ১০ হাজার দর্শনার্থী অংশগ্রহণ করেছেন।

অবশ্য এ সম্প্রীতি এবারই প্রথম নয়, এর আগেও একই রকম আয়োজন করেছিল ডেট্রয়েট শহরের বাসিন্দারা।

এই দ্বিতীয় বার্ষিক সেহরি অনুষ্ঠানে হাজার হাজার মুসলিম ও অমুসলিম অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে।

স্থানীয়রা নানা ধর্মের এ উৎসবকে সৌহার্দ ও সম্প্রীতি স্থাপনের দৃষ্টান্ত হিসেবে স্বাগত জানিয়েছেন।

এ বিষয়ে তারা জানান, মুসলিমদের সেহরি উৎসবে সমাজের বিভিন্ন শ্রেণি ও ধর্মের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করে। অমুসলিমরাও এ সম্পর্কে যুক্ত হতে চায়। তাই এ আয়োজনের উদ্দেশ্য।

আয়োজনে উপস্থিত মুসলিমরা জানান, এমন আয়োজন বারবার করতে আগ্রহী আমরা। এ উদ্যোগের ফলে মুসলিমদের সঙ্গে ডেট্রয়েট শহরসহ বেশ কিছু শহরের অমুসলিমদের মাঝে সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে।

সেহরি উৎসব উপলক্ষে অনুষ্ঠানস্থলে মধ্যপ্রাচ্য ও কানাডার বিভিন্ন খাদ্যসামগ্রীসহ ২২টি দোকানে উপস্থাপন করা হয়েছে।

জানা গেছে, পবিত্র রমজান মাসের প্রত্যেক শুক্র ও শনিবার এ উৎসব পালন করা হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেহরি উৎসব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ