বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর পলোগ্রাউন্ড এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। রোববার রাতে টাইগার পাস এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি মো. মহসিন জানিয়েছেন। নিহত মনসুরের (৩৮) বিরুদ্ধে ছিনতাইসহ মোট আটটি মামলা রয়েছে।
ওসি মহসিন বলেন, ওই এলাকায় কিছু ছিনতাইকারী অবস্থান সংবাদের ভিত্তিতে অভিযান চালালে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় মনসুরকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে একটি এলজি, চার রাউন্ড কার্তুজ ও ছিনতাইকারীদের ব্যবহৃত একটি সিএনজি অটো রিকশা জব্দ করা হয় বলে ওসি জানান। ছিনতাইকারীদের ছোড়া গুলিতে দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন বলেও দাবি করেন ওসি। তিনি বলেন, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া তিন ছিনতাইকারীকে গ্রেফতারে অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।