Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যাত্রা বিরতির দাবি আদায়ে সান্তাহারে রেলপথ অবরোধ

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২০ মে, ২০১৯, ১২:০৪ এএম

বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্ত:নগর নতুন ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবি আদায়ে আন্দোলনে নেমেছেন এলাকার হাজার হাজার মানুষ। ৪ দিনের আন্দোলন কর্মসূচীর শেষ দিন গতকাল রোববার দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত রেলপথ অবরোধ কর্মসূচী পালন করা হয়। অবরোধ চলাকালে সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্ত:নগর দ্রতযান ট্রেন সান্তাহার জংশন স্টেশনে এসে পৌছুলে অবরোধকারীরা ট্রেনটি ২৫ মিনিট আটকে রাখে। এ সময় খরতাপে যাত্রী সাধারণকে চরম দুর্ভোগে পড়তে হয়।
এ বিষয়ে এই দাবি বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক স্থানীয় আওয়ামী লীগ নেতা সাজেদুল ইসলাম চম্পা বলেন, এ দাবি বাস্তবায়ন করা না হলে সান্তাহার জংশন স্টেশনের ওপর দিয়ে কোন ট্রেন চলতে দেওয়া হবে না। এ ব্যাপারে স্থানীয় স্টেশন মাস্টার রেজাউল ইসলাম ডালিম বলেন সান্তাহার জংশন একটি বৃহত্তম জংশন স্টেশন এখানে হাজার হাজার ট্রেন যাত্রী উঠা নামা করে এ কারণে রেল কর্তৃপক্ষের এই স্টেশনে নতুন ট্রেনের যাত্রা বিরতি দেওয়া উচিৎ।
আগামী ২৫ মে থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় ঢাকার মধ্যে চলাচল করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের ট্রেনটির উদ্বোধন করবেন। পঞ্চগড় থেকে ট্রেনটি যাত্রা করে ঠাকুরগাঁও, দিনাজপুর ও পার্বর্তীপুর যাত্রাবিরতি দিয়ে ঢাকায় পৌছাবে। গুরত্বপূর্ণ জংশন স্টেশন হওয়া সত্তে¡ও সান্তাহার জংশন স্টেশনে যাত্রাবিরতি না দেয়ায় পঞ্চগড় ট্রেন যাত্রাবিরতি বাস্তবায়ন কমিটি প্রায় চারদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবরোধ

২০ সেপ্টেম্বর, ২০২২
২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ