Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ায় সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মে, ২০১৯, ৩:৩৭ পিএম

ছাগলনাইয়ায় ২য় শ্রেণীর এক শিশু স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোঃ বাহার (২৫) নামক ধর্ষককে গ্রেফতার করেছে ছাগলনাইয়া থানার পুলিশ। এ বিষয়ে ধর্ষিতা শিশুর মা নিপা আক্তার বাদী হয়ে ছাগলনাইয়া থানায় অভিযোগ দায়ের করেন। শিশু তানিয়া ও তার পরিবার উপজেলার পাঠানগর ইউপির মাধ্যম শিলুয়া কবির খানের বাড়ীতে অস্থায়ীভাবে বসবাস করে আসছে। সে স্থানীয় একটি স্কুলে ২য় শ্রেণীতে পড়ালেখা করে। তাদের স্থায়ী বাড়ী কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানাধীন কাজলা মানিকবন গ্রামে। অন্যদিকে ধর্ষক বাহার পূর্ব শিলুয়া সেকান্তর সুফি বাড়ীর মোঃ রুহুল আমিনের ছেলে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার দুপুর থেকে ধর্ষিতা ওই শিশুটি নিখোঁজ ছিলো। মা নিপা আক্তার ও বড় বোন শিশুটিকে আশপাশে খোজাখোজি করে। বেলা ১ টার পর মধ্যম শিলুয়া চৌধুরী বাজারের দক্ষিণ পাশে ওবাইদুল হকের দোকানের ভিতরে টিনের দরজার ফাঁক দিয়ে বড় বোন সানজিদা দেখতে পায়, বাহার অর্ধ উলঙ্গ এবং শিশুটি মুমুর্ষু অবস্থায় মাটিতে পড়ে আছে। এসময় বোন সোনিয়া চিৎকার করলে মা নিপা এগিয়ে আসে। পরবর্তীতে ধর্ষিতা শিশুর মা ঐ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি জানায় এবং থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদ্বীপ রায় পলাশ জানান, অভিযোগে ভিত্তিতে গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টায় ধর্ষক মোঃ বাহারকে মধ্যম শিলুয়া এলাকা হতে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ