বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা ব্যুরো : খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ৭নং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মাহমুদা বেগমের ছেলে মো. সুমন (২৭) এর বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে নগরীর সোনাডাঙ্গা মডেল থানায় মামলা (যার নং-১৮) হয়েছে। বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডাক্তারী পরীক্ষা করা হয়।
মামলার বিবরণে জানায়, কেসিসি’র মহিলা কাউন্সিলর মাহমুদা বেগমের শেখপাড়া বাজারস্থ বাড়ির ভাড়াটিয়া ৭/৮ বছর বয়সী শিশু কন্যাকে গত ১৭ জানুয়ারি বিকেলে একা পেয়ে তার ছেলে সুমন (২৭) ধর্ষণ করে। শিশুটির বাবা-মা ঘটনাটি জানতে পেরে পুলিশকে জানায়। ওই দিনই পুলিশ শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ১৯ জানুয়ারি সোনাডাঙ্গা থানায় ধর্ষণের অভিযোগ এনে সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ধর্ষণের মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।