বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় ফেন্সিডিল, কাপড়, ইমিটেশন গহনা, ল্যাপটপ, গুড়ো দুধ ও চা-পাতা আটক করেছে বিজিবি। তবে কোনো চোরকারবারিকে ধরতে পারেনি তারা। শনিবার (১৮ মে ) দুপুর পর্যন্ত সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি জানায়, হিজলদি ক্যাম্পের টহল দল সকালে টারকি মাঠ থেকে ২৬৮ বোতল ফেন্সিডিল, মাদরা ক্যাম্পের টহল দল ১০০ পিস শাড়ি কাপড়,কালিয়ানি ক্যাম্পের টহল দল একটি ল্যাপটপ ও ইমিটেশন গহনা,ভোমরা ক্যাম্পের টহল দল গুড়ো দুধ ও চা-পাতা আটক করে। আটককৃত মালামালের মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৬২ হাজার ২০০ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার পিবিজিএম, পিএসসি, জি বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।