মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, ধর্মহীন শিক্ষানীতি ও শিক্ষা আইনের মাধ্যমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাহেব দেশকে হিন্দু ও নাস্তিক্যবাদী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। ৯২% মুসলমানের দেশে তা কোনোভাবে মেনে নেয়া হবে না। সংখ্যাগরিষ্ট মুসলমানদের উপযোগী শিক্ষানীতি ও শিক্ষা আইন প্রণয়ন করতে না পারলে শিক্ষামন্ত্রী পদত্যাগ করুক। আমাদের আগামী প্রজন্মকে ধ্বংস করার পাঁয়তারা বন্ধ না করলে পরিণতি ভালো হবে না। তিনি ছাত্র, যুব ও সকল শ্রেণির মানুষকে সরকারের ঈমান বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে প্রতিরোধ ও দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
গতকাল সকালে পুরানা পল্টনস্থ মজলিস মিলনায়তনে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে আয়োজিত দাওয়াতী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার প্রকাশনা ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, যুব মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা হোসাইন আহমদ, মহানগর সভাপতি মাওলানা মুহসিনুল হাসান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।