Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ছাত্র মজলিস ক্যাম্পাস বিভাগের

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ১৮ মে, ২০১৯, ১২:১১ এএম

একজন ছাত্রকে শুধু মেধাবী বা ভাল ছাত্র হলে হবে না বরং তাকে ভাল মানুষ হতে হবে। অর্থাৎ একজন ছাত্রের মাঝে ভাল ছাত্র এবং ভাল মানুষ দুই গুণের সমন্বয় থাকতে হবে। আর ইসলামী ছাত্র মজলিস হচ্ছে আদর্শ মানুষ তৈরীর সংগঠন।
বৃহস্পতিবার বিকেলে হোটেল ডালাসে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর ক্যাম্পাস বিভাগ আয়োজিত ইফতার মাহফিল পূর্ব এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক কাজী আতাউর রহমান উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার অফিস ও প্রচার সম্পাদক লিটন আহমদ জুম্মানের সভাপতিত্বে এবং মদন মোহন কলেজ শাখার সভাপতি নাজমুল ইসলাম ও এম.সি কলেজ শাখার সভাপতি মিজানুর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাবেক প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল মনজুরে মাওলা, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি আফজাল হোসাইন কামিল, সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশের প্রিন্সিপাল মোহাম্মদ মুহিউদ্দিন, ইসলামী ছাত্র মজলিস শাবিপ্রবি শাখার সভাপতি রুবেল আহসান, খেলাফত মজলিস সিলেট মহানগর পেশাজীবী সম্পাদক মু. নজরুল ইসলাম, সিলেট মহানগর পাঠাগার সম্পাদক মঈনুল হক, বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম জলিল, সুনামগঞ্জ জেলা বায়তুলমাল সম্পাদক ইসমাঈল হোসেন মুবিন। উপস্থিত ছিলেন আব্দুল আলী, ইমদাদুল হক ইমরান, রুবেল আহমদ, মোস্তফা আহমদ সোহান, মোশাররফ আবেদীন জয়, সৈয়দ আহলান জাদিদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ