Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইকবালের স্বপ্নের পাকিস্তান গড়বেন পাঞ্জাবের গভর্নর

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ মে, ২০১৯, ১২:১২ এএম

ইমরান খানের নেতৃত্বাধীন সরকার আল্লামা ইকবালের স্বপ্নের পাকিস্তান গড়বে বলে মন্তব্য করেছেন দেশটির পাঞ্জাব রাজ্যের গভর্নর মোহাম্মদ সরওয়ার। সোমবার এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। সরওয়ার বলেন, জনগণ পিটিআইকে পাঁচ বছরের ম্যান্ডেট দিয়েছে। কাজেই সরকার মেয়াদপূর্ণ করেই ক্ষমতা ছাড়বে। তিনি বলেন, কায়েদ-ই-আজম ও আল্লামা ইকবাল যে পাকিস্তানকে স্বপ্ন দেখেছিলেন, সেভাবেই দেশকে গড়ে তুলবে তার দল। সরকার পরিচালনার মূল ইস্যু থেকে পিছিয়ে রয়েছে বিরোধী দল। কাজেই আমাদের দারিদ্র্য দূর করতে, দুর্নীতি উচ্ছেদ করতে হবে। পাঞ্জাব রাজ্যের গভর্নর আরও বলেন, কর্মীরাই হচ্ছে আমাদের বড় শক্তি। তারা অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে ইমরান খানের পাশে রয়েছেন। কাজেই পুরো জাতির বিশ্বাস ইমরান খান পাকিস্তানকে দুর্নীতি মুক্ত করবেন। পাঞ্জাব রাজ্যের গভর্নর মোহাম্মদ সরওয়ার এক টুইট বার্তায় বলেছেন, আমাদের সরকারের আমলে পাকিস্তান এয়ারলাইনস, পাকিস্তান ডাক বিভাগ ও রেলওয়ে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বুধবার দেয়া টুইট বার্তায় তিনি বলেন, ওই প্রতিষ্ঠানগুলো এক হাজার ৯০০ কোটি পাকিস্তানি রুপি জাতীয় অর্থ ভাণ্ডারে জমা দিয়েছে। এটা আমাদের সরকারের বড় সফলতা। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইকবালের স্বপ্ন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ