Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় শিক্ষককে মারধর-লাঞ্ছিত করার ঘটনায় ২ জন গ্রেফতার

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৯, ৭:১৮ পিএম

পরীক্ষায় নকল করায় বাধা দেওয়ায় সরকারি শহীদু বুলবুল কলেজের বাংলা বিভাগের শিক্ষক প্রভাষক মাসুদুর রহমানকে মারধর ও লাঞ্ছিত করা হয় ১২ মে।  তিনি বাসায় ফেরার পথে কলেজ গেটের সামনে বারান্দায় ঐ শিক্ষকের মোটর সাইকেলের গথিরোধ করে তাতে মারধর করা হয়। মাথার পাগড়ি খুলে নিয়ে আবার পরিয়ে দেওয়া হয়। তারপর কয়েকজন যুবক তাঁর মোটর সাইকেলে ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দেয়। এই দৃশ্য মোবাইলে ধারণ করা পর সেটি কে বা কারা ভাইরাল করে দিলে এ নিয়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভ দানা বেঁধে উঠে। কলেজে শিক্ষকদের বৈঠক হয় এই বৈঠকে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। অন্যান্য কলেজেরে শিক্ষক প্রতিনিধিগণ এই ঘটনার বিচার ও তীব্র নিন্দা জ্ঞাপন করেন। মামালা  দায়ের পর  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসান, পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) গৌতম কুমার বিশ্বাসের   বিচক্ষণ নেতৃত্বে পাবনা  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইয়দুল হক, ওসি অপারেশন হাফিজুর রহমানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স  অভিযান চালিয়ে এজারনামীয়  ২ জনকে পুলিশ গ্রেফতার  করতে সক্ষম হয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন,  পাবনার ঈশ্বরদী উপজেলার গোকুলনগর গ্রামের শাহেদ আলীর পুত্র সজল ইসলাম ও পাবনা সদর উপজেলার মালঞ্চির ইউসুফ আলী শেখের পুত্র শাফিন শেখ। 

 অজ্ঞাত আসামীদের   গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি ওবাইদুল হক। তিনি আরও জানান, কোন অপরাধ করে পার পেয়ে যাওয়ার কোন সুযোগ নেই।

পুলিশের একটি দল অভিযান চালিয়ে শাফিন শেখ ও সজল ইসলামকে গ্রেফতার করে। 

 

 

cvebvq wkÿK‡K gviai-jvwÃZ Kivi NUbvq  2 Rb †MÖdZvi

 

cvebv ‡_‡K ÷vd wi‡cvU©vi : cixÿvq bKj Kivq evuav †`Iqvq miKvwi knx`y eyjeyj K‡j‡Ri evsjv wefv‡Mi wkÿK cÖfvlK gvmy`yi ingvb‡K gviai I jvwÃZ Kiv nq 12 †g|  wZwb evmvq †divi c‡_ K‡jR †M‡Ui mvg‡b eviv›`vq H wkÿ‡Ki †gvUi mvB‡K‡ji Mw_‡iva K‡i Zvu‡Z gviai Kiv nq| gv_vi cvMwo Ly‡j wb‡q Avevi cwo‡q †`Iqv nq| Zvici K‡qKRb hyeK Zvui †gvUi mvB‡K‡j av°v w`‡q iv¯Ívq †ei K‡i †`q| GB `„k¨ ‡gvevB‡j aviY Kiv ci †mwU †K ev Kviv fvBivj K‡i w`‡j G wb‡q wkÿK‡`i g‡a¨ †ÿvf `vbv †eu‡a D‡V| K‡j‡R wkÿK‡`i ˆeVK nq GB ˆeV‡K NUbvi Zxeª wb›`v Rvbv‡bv nq| Ab¨vb¨ K‡j‡R‡i wkÿK cÖwZwbwaMY GB NUbvi wePvi I Zxeª wb›`v Ávcb K‡ib| gvgvjv  `v‡qi ci  AwZwi³ cywjk mycvi (cÖkvmvb, cywjk mycvi c‡`vbœwZ cÖvß) †MŠZg Kzgvi wek¦v‡mi   wePÿY †bZ…‡Z¡ cvebv  m`i _vbvi fvicÖvß Kg©KZ©v IevBq`yj nK, Iwm Acv‡ikb nvwdRyi ingvbmn m½xq cywjk †dvm©  Awfhvb Pvwj‡q GRvibvgxq  2 Rb‡K cywjk †MÖdZvi  Ki‡Z mÿg n‡q‡Qb| ‡MÖdZviK…Ziv n‡jb,  cvebvi Ck¦i`x Dc‡Rjvi ‡MvKzjbMi MÖv‡gi kv‡n` Avjxi cyÎ mRj Bmjvg I cvebv m`i Dc‡Rjvi gvjwÂi BDmyd Avjx †k‡Li cyÎ kvwdb †kL|

 AÁvZ Avmvgx‡`i   †MÖdZv‡ii †Póv Pj‡Q e‡j Rvwb‡q‡Qb Iwm IevB`yj nK| wZwb AviI Rvbvb, †Kvb Aciva K‡i cvi †c‡q hvIqvi †Kvb my‡hvM ‡bB|

cywj‡ki GKwU `j Awfhvb Pvwj‡q kvwdb †kL I mRj Bmjvg‡K †MÖdZvi K‡i|

 

#

Signatue-4    gyikv` myenvbx

          ÷vd wi‡cvU©vi,cvebv |   

          ‡gvev : 01715-138274          

           ZvwiL : 17/5/19

 

 

Signatue-4    gyikv` myenvbx

          ÷vd wi‡cvU©vi,cvebv |   

          ‡gvev : 01715-138274          

           ZvwiL : 17/5/19

 

 

-->


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ