Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোলে এবার বাংলাদেশী পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ তল্লাশী করা হচ্ছে প্রশিক্ষনপ্রাপ্ত কুকুর দিয়ে

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৯, ৭:১৪ পিএম

বেনাপোল চেকপোস্ট  দিয়ে পাসপোর্টযাত্রীদের মাধ্যমে মাদক ও বিস্ফোরক দ্রব্য যাতে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে জন্য প্রশিক্ষন প্রাপ্ত কুকুর দিয়ে যাত্রীদের ব্যাগেজ তল্লাশী করছে বিজিবি। কুকুর নাক দিয়ে শুকে মাদক ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করতে সক্ষম।

 

বৃহস্পতিবার বিকেলে বেনাপোল চেকপোষ্টের আšতর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ভারত ফেরত পাসপোর্টধারীযাত্রীদের কাছে থাকা ব্যাগেজ দেখে সন্দেহ হলে তা তল্লাশি করানো হচ্ছে প্রশিক্ষিত কুকুর দিয়ে।

 

স্থানীয় জনসাধারন সহ পাসপোর্টধারী যাত্রীরা বিজিবির এ পদক্ষেপকে স্বাগত জানালেও কুকুর দিয়ে তল্লাশী শেষে একই ব্যাগেজ আবার ব্যাগ খুলে হাত দিয়ে তল্লাশী করা হচ্ছে। ভারত থেকে ফেরত আসা পাসপোর্টধারী যাত্রী বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রহমান জানান, বিজিবির কুকুর দিয়ে ল্যাগেজ চেক করা নিঃসন্দেহে একটি ভাল উদ্যোগ। তবে বিজিবি হাত দিয়ে যত সময় একটি ল্যাগেজ তল্লাশি করবে তার চেয়ে কম সময়ে কুকুর ওইসব ব্যাগ তল্লাশী করতে সক্ষম। একই ব্যাগেজ আবার বেনাপোল চেকপোস্ট থেকে এক মাইল দুরে আমড়া খালি বিজিবি চেকপোস্টে তল্লাশী করা হচ্ছে।  

 

৪৯ বিজিবির অধিনায়ক লে, কর্নেল সেলিম রেজা বলেন, সন্দেহজনক ব্যাগ কুকুরের কাছে দিলে তাতে কোন মাদক বা বিস্ফোরক দ্রব্য আছে কিনা তা সাথে সাথে তল্লাশি করে বের করতে সক্ষম। আর যদি ওইসব ল্যাগেজে এ জাতীয় কোন দ্রব্য না থাকে তাহলে ওই ব্যাগ কুকুর তল্লাশি করবে না। বিজিবি মাদক নির্মুলের জন্য সীমান্তে বিজিবির টহলের সাথে মাদক ও বিস্ফোরক উদ্ধার করতে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করছে। 

 

‡ebv‡cv‡j Gevi evsjv‡`kx cvm‡cvU© hvÎx‡`i e¨v‡MR Zjøvkx Kiv n‡PQ cÖwkÿb cÖvß KzKzi w`‡q ---

 

‡ebv‡cvj   Awdm            Qwe Av‡Q

‡ebv‡cvj ‡PK‡cv÷  w`‡q cvm‡cvU©hvÎx‡`i gva¨‡g gv`K I we‡ùviK `«e¨ hv‡Z fviZ †_‡K evsjv‡`‡k c«‡ek Ki‡Z bv cv‡i †m Rb¨ c«wk¶b c«vß KyKyi w`‡q hvÎx‡`i e¨v‡MR Zjøvkx Ki‡Q wewRwe| KyKyi bvK w`†qï‡K gv`K I we‡ùviK `«e¨ D×vi Ki‡Z m¶g|

 

e„n¯úwZevi we‡K‡j †ebv‡cvj †PK‡cv‡ói AvšZR©vwZK c¨v‡mÄvi Uvwg©bv‡ji mvg‡b fviZ †diZ cvm‡cvU©avixhvÎx‡`i Kv‡Q _vKv e¨v‡MR †`‡L m‡›`n n‡j Zv Zjøvwk Kiv‡bv n‡”Q c«wkw¶Z KyKyi w`‡q|

 

¯’vbxq Rbmvavib mn cvm‡cvU©avix hvÎxiv wewRwei G c`‡¶c‡K ¯^vMZ Rvbv‡jI KzKzi w`‡q Zjøvkx †k‡l GKB e¨v‡MR Avevi e¨vM Ly‡j nvZ w`‡q Zjøvkx Kiv n‡”Q| fviZ †_‡K †diZ Avmv cvm‡cvU©avix hvÎx wewkó e¨emvqxgvgybyi ingvb Rvbvb, wewRwei KyKyi w`‡q j¨v‡MR †PK Kiv wbtm‡›`‡n GKwU fvj D‡`¨vM| Z‡e wewRwe nvZ w`‡q hZ mgq GKwU j¨v‡MR Zjøvwk Ki‡e Zvi †P‡q Kg mg‡q KyKyi IBme e¨vM Zjøvkx Ki‡Z mÿg| GKB e¨v‡MR Avevi ‡ebv‡cvj †PK‡cv÷ †_‡K GK gvBj `y‡i Avgov Lvwj wewRwe †PK‡cv‡÷ Zjøvkx Kiv n‡”Q|  

 

49 wewRwei AwabvqK †j, K‡b©j †mwjg †iRv e‡jb, m‡›`nRbK e¨vM KyKy‡ii Kv‡Q w`‡j Zv‡Z †Kvb gv`K ev we‡ùviK `«e¨ Av‡Q wKbv Zv mv‡_ mv‡_ Zjøvwk K‡i †ei Ki‡Z m¶g| Avi hw` IBme j¨v‡M‡R G RvZxq †Kvb `«e¨ bv _v‡K Zvn‡j IB e¨vM KyKyi Zjøvwk Ki‡e bv| wewRwe gv`K wbg©y‡ji Rb¨ mxgv‡šZ wewRwei Un‡ji mv‡_ gv`K I we‡ùviK D×vi Ki‡Z c«wkw¶Z KyKyi e¨envi Ki‡Q|

‡c«iK : gnwmb wgjb| ‡ebv‡cvj Awdm| ZviwL:Ñ 17.5.19

‡gvev-01711820394

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেনাপোল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ