Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ইরানের কোচ উইলমটস

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৯, ১২:০৪ এএম

পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজের বিদায়ের পর অনেকদিন ধরেই কোচশূণ্য ইরান জাতীয় ফুটবল দল। অবশেষে পূরণ হলো সেই শূণ্যতা। বেলজিয়ামের সাবেক কোচ মার্ক উইলমটসের সঙ্গে আগামী তিন বছরের জন্য চুক্তি করেছে ইরান ফুটবল। ৫০ বছর বয়সী এ কোচকে কাতার বিশ্বকাপ পর্যন্ত রাখার পরিকল্পনা করছে এশিয়ান ফুটবলের পরাশক্তিরা। উইলমটসের জন্য বছরে ১ মিলিয়ন ইউরো গুনতে হবে ইরানকে। গতকালই নতুন চুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করবে দুপক্ষ, এমনটাই নিশ্চিত করেছে ইরান ফুটবলের প্রেসিডেন্ট মেহেদী তাজ। উইলমটসের অধীনেই ২০১৪ বিশ্বকাপ চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে বেলজিয়াম। এরপর ২০১৭ সালে আফ্রিকান জায়ান্ট আইভরি কোস্টের দায়িত্ব নেন উইলমটস। তবে দলটি ২০১৮ বিশ্বকাপের টিকিট কাটতে ব্যর্থ হওয়ায় দায়িত্ব ছেড়ে দেন। দেখা যাক এবার ইরানে কতদূর টেনে নিতে পারেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উইলমটস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ