রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বগুড়ায় যৌতুকের দাবীতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম সাবিরা বেগম (১৮) । সাবিকা বগুড়া সদর উপজেলার নামুজা বগারপাড়া গ্রামের সাব্বির হোসেনর স্ত্রী। গতকাল বৃহষ্পতিবার এই ঘটনার পর সাবিরা বেগমের স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ী পালিয়ে গেছে। পুলিশ বেলা ১১টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পঠিয়েছে ।
স্থানীয়রা জানায়, নামুজা বগারপাড়া গ্রামের সেকেন্দার মহুরীর ছেলে সাব্বির হোসেন তার প্রথম স্ত্রীকে তালাক দেয় এক বছর আগে।এর পর একই গ্রামের খশরু মিয়ার মেয়ে সাবিরা বেগমকে বিয়ে করে। বিয়ের সময় কোন যৌতুক লেনদেন না হলেও জামাইকে চাকুরি নিয়ে দেয়ার জন্য টাকা দিয়ে সহযোগিতা করার কথা ছিল।এদিকে সাবিরা বিয়ের পর কলেজে ভর্তি হয়ে লেখাপড়া শুরু করলে তা নিয়েও স্বামীর সাথে দাম্পত্য কলহ দেখা দেয়। এদিকে সাব্বীর কোন চাকুরি না পেয়ে আদালতে মহুরীর কাজ শুরু করে।
বৃহস্পতিবার সকালে সাবিরার লাশ বাড়ির উঠানে ফেলে রেখে স্বামীর বাড়ির লোকজন পালিয়ে যায়। প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ পৌছে লাশ উদ্ধার করে।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, নিহতের গলায় কালো দেখা গেছে। পরিবারে সবাই পালিয়ে যাওয়ায় বিস্তারিত কিছু জানা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।