Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউড শীর্ষ পাঁচ

| প্রকাশের সময় : ১৭ মে, ২০১৯, ১২:০৫ এএম

১ অ্যাভেঞ্জার্স : এন্ডগেম
২ পোকেমন ডিটেকটিভ পিকাচু
৩ দ্য হাসল
৪ দি ইনট্রুডার
৫ লঙ শট

পোকেমন ডিটেকটিভ পিকাচু
রব লেটারম্যান পরিচালিত লাইভ অ্যাকশন-এনিমেশন অ্যাডভেঞ্চার ফিল্ম ‘পোকেমন ডিটেকটিভ পিকাচু’। ‘শার্ক টেল’ (২০০৪), ‘মনস্টার্স ভার্সেস এলিয়েন্স’ (২০০৯), ‘গালিভার’স ট্রাভেল্স’ (২০১০) এবং ‘গুজবাম্পস’ (২০১৫) লেটারম্যান পরিচালিত চলচ্চিত্র।
অপরিচিত এক জায়গায় ঘুম ভাঙে পিকাচু’র (ভয়েস: রায়েন রেনল্ডস) কিছু মনে নেই তার। অতীতের অল্প কয়েকটি সূত্রের একটি হল তার নিজের নাম মনে আছে আর ক্যাপের মধ্যে লেখা আছে তার ঠিকানা। রাইম সিটিতে সেই ঠিকানা খুঁজতে গিয়ে টিম গুডম্যানের (জাস্টিস স্মিথ) সঙ্গে তার পরিচয় হয় এবং সে আবিষ্কার করে টিম তার ভাষা বোঝে। এর আগে টিমের বাবা পুলিশ গোয়েন্দা হ্যারি গুডম্যান গুম হয়ে গেছে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের দুজনের মাঝে অদ্ভুত এই মিল দেখে টিম আর পিকাচু দল বাঁধে হ্যারিকে খুঁজে পেতে আর পোকেমনদের দুনিয়া ধ্বংসের ষড়যন্ত্র বানচাল করতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ