Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদত্যাগ করছেন প্রধান নির্বাচক ফারুক

প্রকাশের সময় : ২৮ মে, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : সেই ১৯৭৬-৭৭ মৌসুমে প্রথম বিদেশী দল হিসেবে এমসিসি’র বাংলাদেশ সফর, কিংবা ১৯৭৯ সালে আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের প্রথম অংশগ্রহণে জাতীয় দলের নির্বাচক কমিটির সংখ্যা তিন এ থেকেছে সীমাবদ্ধ। দীর্ঘ চারদশক ধরে এই নিয়মের ব্যতয় ঘটেনি। জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্য সংখ্যা তিনে আছে সীমাবদ্ধ। নির্বাচক কমিটির কর্মকাÐ নিয়ে কখনো কথনো প্রশ্ন উঠলেও কমিটির পরিধি কিন্তু তিনেই ছিল সীমাবদ্ধ। অলিখিতভাবে হেড কোচ এবং অধিনায়ককে দল নির্বাচনের অংশ করা হলেও কিংবা আনুষ্ঠানিকভাবে নির্বাচক প্যানেলে রাখা হয়নি তাদেরকে। নির্বাচকদের তৈরি করা দলে বিসিবি’র অনুমোদনের প্রয়োজন পড়লেও নির্বাচকদের কাজে খবরদারিত্বটা ছিল অপ্রকাশিত। তবে প্রচলিত এই পদ্ধতিতে পরিবর্তন এনে জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য সংখ্যা ৩ থেকে ৭ এ উন্নীত করার প্রস্তাবনা গত পরশু এসেছে ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে। যে কমিটিতে বর্তমানের বেতনভুক্ত তিন নির্বাচকের সঙ্গে জুনিয়র এজ গ্রæপের এক নির্বাচককে (সাজ্জাদ আহমেদ শিপন) যুক্ত করে, এই কমিটির সঙ্গে বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান, টীম অপারেশন্স ম্যানেজার এবং হেড কোচকে যুক্ত করার প্রস্তাব এসেছে।
ফারুক আহমেদের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচক কমিটির ২ বছরের মেয়াদ গত ডিসেম্বরে পেরিয়ে যাওয়ার পর যখন নুতন মেয়াদে চুক্তি নবায়নের প্রক্রিয়া চলছে, তখন ওয়ার্কিং কমিটির এমন প্রস্তাবকে স্বাধীনভাবে দল নির্বাচনের বড় বাধা বলে মনে করছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। ক্রিকইনফোকে দেয়া সাক্ষাতকারে প্রধান নির্বাচকের জিজ্ঞাসাÑ ‘এর পরও কি মনে করছেন নির্বাচক কমিটি স্বাধীনভাবে কাজ করতে পারবে?’ এমন প্রস্তাবের মধ্য দিয়ে প্রকারান্তরে বিসিবি নির্বাচকদের কাজের অবমূল্যায়ন করেছে বলে একটি অনলাইনকে দেয়া সাক্ষাতকারে জানিয়ে এই পদ থেকে ইস্তফা দিতে চান বলে জানিয়েছে প্রধান নির্বাচকÑ ‘বোর্ড আমাদের কাজের অবমূল্যায়ন করছে। তাই আমার কাছে মনে হয়েছে এ পদে থাকাটা আমার জন্য আর সমীচীন হবে না।’
প্রস্তাবিত এই প্রক্রিয়ায় দল নির্বাচন অনুমোদিত হলে মূলত: নির্বাচক কমিটি স্বাধীনভাবে দল নির্বাচনের অধিকার হারারে। ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধানের কাছে যে দলটি জমা দিবেন, সেই দলটি নিয়ে ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান তখন চার নির্বাচক এবং কোচ ও টিম ম্যানেজারকে নিয়ে সভায় বসে দল চূড়ান্ত করবেন। এই প্রক্রিয়ায় দল নির্বাচন প্রচলিত পদ্ধতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে তা মানতে পারছেন না ফারুক আহমেদÑ ‘এই প্রস্তাব যদি গৃহিত হয়, তবে ভালো একটা পদ্ধতির সমাপ্তি ঘটবে। যা আমরা দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসছিলাম। বোর্ড যদি এটা মেনে নেয়, তাহলে আমি এ পদে আর থাকবো না। কারণ আমরা তখন স্বাধীনভাবে কোনো কাজ করতে পারবো না। ফলে দুই একটিদিনের মধ্যে আমি আমার চূড়ান্ত সিদ্ধান্ত বোর্ডকে জানিয়ে দেব।’
নির্বাচকদের দেয়া দল নিয়ে টীম ম্যানেজমেন্ট এবং হেড কোচের অসন্তুষ্টির কথা যথেষ্টবার এসেছে মিডিয়ার। ২০১৫ বিশ্বকাপের দলে লেগ স্পিনার জুবায়েরকে না দেখে হেড কোচ হাতুরুসিংহে বিস্ময় প্রকাশ করে মিডিয়ায় দিয়েছেন বিবৃতি। তা নিয়ে কম সমালোচনা হয়নি। হেড কোচের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির সাবেক চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়। ২০১৪ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপের দল গঠনের আগে মতামত নেয়ার প্রয়োজন অনুভব করেনি নির্বাচকমÐলী, এমন অভিযোগ তুলেছিলেন সে সময়ের ওয়ানডে অধিনায়ক মুশফিকুর রহিম। ২০১২ সালে অনুষ্ঠিত এশিয়া কাপের দল থেকে তামীমের নাম বাদ দেয়ায় ক্ষুব্ধ হয়ে প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করে দল নির্বাচনে বোর্ডের হস্তক্ষেপের কথা প্রকাশ্যে এনেছিলেন আকরাম খান। অথচ সেই আকরাম খানই যখন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান, তখন তিনিই কি না নির্বাচকদের দায়িত্বের উপর তার এবং টীম ম্যানেজমেন্টের খবরদারিত্বের পক্ষে!
অবশ্য ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান নির্বাচক কমিটির কাজে জবাবদিহিতা নিশ্চিত করতে একটা গাইডলাইন দেয়ার পক্ষেÑ ‘কিভাবে নতুন মেধাবীদের নিতে হবে, তার জন্য একটা গাইডলাইন দেয়া দরকার।’ ওয়ার্কিং কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ নির্বাচক কমিটির কলেবর বৃদ্ধির প্রস্তাবের সপক্ষে দিয়েছেন যুক্তিÑ ‘বর্তমানের নির্বাচক কমিটির চুক্তির মেয়াদ ইতোমধ্যে পেরিয়েছে। তাই বোর্ড নুতন নির্বাচক প্যানেলের জন্য একটা প্রস্তাবনা দিতে বলেছে। জাতীয় দলের ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে বলে মনে হচ্ছে। যেহেতু টীম ম্যানেজমেন্ট একাদশ নির্বাচন করে থাকে, তাই মূল দল নির্বাচনের ক্ষেত্রে তাদেরও মতামত নেয়া দরকার।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদত্যাগ করছেন প্রধান নির্বাচক ফারুক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ