Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে মুক্তিযোদ্ধা রাখালের শারীরিক অবস্থা সংকটাপন্ন

বালাগঞ্জ (সিলেট)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৯, ৫:১৫ পিএম

সিলেটের ওসমানীনগরের ১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র দাসের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাঁর পেটসহ শরীরের বিভিন্ন অংশে মরণব্যাধি ক্যানসার ছড়িয়ে পরায় গত তিনদিন ধরে প্রস্রাব পায়খানা বন্ধ রয়েছে । বাস্তুহীন মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র দাসের শারীরিক অবস্থা সংকটাপন্নের খবর পেয়ে মঙ্গলবার রাত ৯ টার দিকে গোয়ালাবাজারের ইউনিয়ন পরিষদে থাকতে দেয়া রাখাল দাসের বাসায় ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান। তাঁর সাথে মুক্তিযোদ্ধা রাখালের বাসায় উপস্থিত হন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সামাদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সহ-সভাপতি উজ্জ্বল ধর, কার্যনির্বাহী সদস্য জয়নাল আবেদীন,গোয়ালাবাজার বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী তাজ উদ্দিন। রাখাল চন্দ্রের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমানের উদ্যেগে রাত ১০টার দিকে ফায়ার ব্রিগেডের এ্যাম্বুলেন্সে যোগে তাকে চিকিৎসা দিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার সার্জারী বিভাগে তাঁর চিকিৎসা চলছে। রাখাল চন্দ্রের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আনিছুর রহমান বলেন, অসুস্থ মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র দাসকে মঙ্গলবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর চিকিৎসার সার্বক্ষনিক খোঁজ রাখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ