Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ বিগ ম্যাচে প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বর সাকিবকে পেয়ে স্বস্তিতে আবাহনী

প্রকাশের সময় : ২৮ মে, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : টানা হ্যাটট্রিক হারে কি বিপর্যসস্থ চেহারাই না দেখাচ্ছিল আবাহনীর। প্লেয়ার্স বাই চয়েজে সেরা দল গঠন করেও প্রথম ৭ রাউন্ডে জয় মাত্র ৩টি। কলাবাগান একাডেমির মতো অবনমনের অপেক্ষায় থাকা দলটির কাছে পর্যন্ত হারতে হয়েছে আবাহনীকে। অধিনায়ক তামীমের ভূমিকা নিয়ে তাই উঠেছিল প্রশ্ন। পুনে সুপার জায়ান্টস থেকে ভারতীয় অল রাউন্ডার রজত ভাটিয়াকে উড়িয়ে এনে ৮ম রাউন্ডে এসে ঘুরে দাঁড়িয়েছে আবাহনী। গাজী গ্রæপকে ৩২ রানে হারিয়ে সেই আবাহনীই এখন দেখছে সুপার লীগের স্বপ্ন। আজ বিকেএসপিতে গতবারের রানার্স আপ প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ম্যাচে পাচ্ছে তারা আইপিএল ফেরত সাকিব আল হাসানকে।৭ বছর পর সাকিব ফিরেছেন আবাহনীতে। গত মওশুমে সাকিব-তামীম একসঙ্গে খেলেছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জে, এবার খেলবেন দুই বন্ধু আবাহনীতে। গতকাল বিকেলের ফ্লাইটে কোলকাতা থেকে ঢাকায় উড়ে এসেছে সাকিব আবাহনীর ডাকে সাড়া দিয়ে। গতকাল অনুশীলন করতে না পারলেও আজ বিকেএসপিতে সাকিব খেলবেন বলে জানিয়েছেন দলটির ম্যানেজার শেখ মামুনÑ ‘সাকিব আমাদের কাছে একটু সময় চেয়েছিল। তবে দলের প্রয়োজনটা সে বুঝতে পেরেছেন। তাই সে আমাদের ডাকে সাড়া দিয়ে দ্রæত ঢাকায় ফিরে এসেছেন। সাকিবের সঙ্গে কথা হয়েছে। ও খেলবে এই ম্যাচ।’
৩০ লাখ টাকার আইকন ক্যাটাগরীতে প্লেয়ার্স ড্রাফটে আবাহনীতে বিক্রি হওয়া বাঁ হাতি অল রাউন্ডার সাকিবকে নবম রাউন্ড থেকে পেয়ে বেজায় খুশি আবাহনী। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আবাহনী যেখানে সুপার লীগে ওঠার চ্যালেঞ্জ নিয়েছে, সেখানে পয়েন্ট তালিকায় মোহামেডানের সঙ্গে যৌথভাবে শীর্ষে থাকা প্রাইম দোলেশ্বর সুপার লীগের পথটা অনেকটাই করেছে সুগম।
এদিকে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে আজ ফতুল্লায় মোহামেডানের প্রতিপক্ষ অবনমনের শংকায় পড়া সিসিএস। রেলিগেশন লীগ এড়ানোর জন্য সিসিএস’র জন্যও কঠিন চ্যালেঞ্জ এই ম্যাচটি। কলাবাগান একাডেমির বিপক্ষে মিরপুরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের লড়াইটি মূলতঃ এই বড় দলটির সুপার লীগে ওঠার সিড়ি। কারণ হয়ে যাওয়া ৮ ম্যাচের ৪টিতে হেরে সুপার লীগই যে কঠিন হয়ে পড়েছে প্রাইম ব্যাংকের। একাডেমির জন্যও এই ম্যাচটি গুরুত্বপূর্ণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ বিগ ম্যাচে প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বর সাকিবকে পেয়ে স্বস্তিতে আবাহনী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ