নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : কোলকাতা নাইট রাইডার্সের ঘরের ছেলে হয়েও এবার দলটির আস্থার প্রতিদান দিতে পারেননি সাকিব। কোলকাতা নাইট রাইডার্সের ১৫ ম্যাচের মধ্যে খেলেছেন সাকিব ১০ ম্যাচ। ১১৪ রানের পাশে মাত্র ৫ উইকেট। ইলিমেনটরি রাউন্ডে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে একাদশেই পাননি সুযোগ। নিজের এই পারফরমেন্সে হতাশ সাকিব। গতকাল দেশে ফিরে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সে হতাশার কথাই শুনিয়েছেন সাকিবÑ‘দলের জন্য ভালো। আমার ব্যক্তিগত দিক থেকে বললে, আরও ভালো করার সুযোগ ছিলো। সব সময় মানুষ যেমন চায়, তেমনটা হয় না। আমি সন্তুষ্ট হওয়ার মতো তেমন কোনও ভালো পারফরম্যান্স করিনি।› কোলকাতা নাইট রাইডার্সের হয়ে শেষ ম্যাচে একাদশে থাকতে না পারায় আক্ষেপ নেই তারÑ ‘আসলে টিম যা ভালো মনে করে, সে সিদ্ধান্ত নিয়ে থাকে। দলের স্বার্থে সেরা কম্বিনেশনই সেট করার চেষ্টা করা হয়। এখানে কিছু মনে করার কোনও অবকাশ নেই। সুযোগ পেলে আমার সব সময়ই চেষ্টা থাকে ভালো করার। সেদিন সুযোগ পেলেও তাই করতাম।’
আইপিএল-এর মতো বড় একটি টুর্নামেন্টে দুই বাংলাদেশি ক্রিকেটারের খেলার সুযোগ পাওয়া, দল দু’টিকে সেরা চার এ উঠিয়ে আনায় অবদান রাখা বাংলাদেশের জন্য গর্বের বিষয় বলে মনে করছেন সাকিবÑ ‘আইপিএল মুস্তাফিজের জন্য নতুন অভিজ্ঞতা ছিলো। দুই বাংলাদেশি এমন একটি বড় আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। এটা আমাদের জন্য গর্বের ব্যাপার।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।