Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যানইউতে শুরু মরিনহো অধ্যায়

প্রকাশের সময় : ২৮ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : নতুন কোচ হিসেবে যে ম্যানচেস্টার ইউনাইটেডে হোসে মরিনহোই আসছেন তা ঠিকঠাক ছিল আগেই, বাকি ছিল শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা। সেটাও সম্পন্ন করেছে ক্লাব কর্তৃপক্ষ। গতকাল ক্লাবের ওয়েবসাইটে মরিনহোর সঙ্গে তিন বছরের চুক্তির কথা জানানো হয়।
চেলসি থেকে বরখাস্থ হওয়ার পর পর্তুগিজ এই কোচ ইউনাইটেডের দায়িত্ব পেতে যাচ্ছেন বলে আগেই সরব ছিল ব্রিটিশ গণমাধ্যমগুলো। গত সোমবার লুইস ফন গালকে বরখাস্থ করলেও আনুষ্ঠানিকভাবে মরিনহোর ব্যপারে তখন কিছুই জানানো হয়নি। অবশেষে গতকাল আসলো সেই ঘোষণা। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দলটিতে নিজেকে দেখতে পেয়ে খুশির কথাই জানালেন সাবেক রিয়াল কোচ। চুক্তির পর ৫৩ বছর বয়সী মরিনহো তার প্রতিক্রিয়ায় বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়াটা বিশেষ সম্মানের। এই ক্লাব বিশ্বজুড়ে পরিচিত ও প্রশংসিত।’ মরিনহো আরো জানান, ‘তিনি সবসময় ওল্ড ট্র্যাফোর্ডের সঙ্গে একাত্মতাবোধ করতেন। কোচ হিসেবে কাজ শুরু করার পর আগামী বছরগুলোতে ইউনাইটেড ভক্তদের সমর্থন প্রত্যাশা করেন তিনি।’ কোচ হিসেবে মরিনহো ৮টি লিগ ও ২টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ২২টি শিরোপা জিতেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যানইউতে শুরু মরিনহো অধ্যায়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ