Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আনপ্রেডিক্টেবল’ নয় পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৯, ১২:০৩ এএম


 ইংল্যান্ডের আবহাওয়া আর পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্স আগে থেকে ধারণা করা মুশকিল। ধারণার বাইরে খেলার জন্যই ‘আনপ্রেডিক্টেবল’ তকমা চিরকালই তাদের গায়ে সাঁটা। অথচ কোচ মিকি অর্থারের এই তকমাতেই নাকি বড্ড আপত্তি। এবারের বিশ্বকাপে অন্তত এই ‘অপবাদ’ গায়ে মাখতে চান না তারা।

এবার বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিজেদের ¯েøাগান বানিয়েছে। সেই ‘উই হ্যাভ, উই উইল’ অর্থাৎ ‘আমরা আগে দেখিয়েছি, আবার দেখাব’ ¯েøাগানকেই বেশ মনে ধরে আর্থারের। এই ¯েøাগান ধরে তাই আগের অপবাদ একদম ঝেড়ে ফেলতে চান তিনি, ‘আনপ্রেডিক্টেবল শব্দকে আমাদের কোচিং স্টাফের সবাই ঘৃণা করে। বিশ্বকাপ নিয়ে বিভিন্ন লেখায় দেখবেন পাকিস্তানকে সম্ভাব্য সেমিফাইনিস্ট ভাবা হচ্ছে এই আনপ্রেডিক্টেবল তকমা জুড়ে দিয়ে। সত্যিই আমার কাছে এর কোন মানে নেই। আমরা সেরা চার দলের মধ্যে থাকলে নিজেদের পরিশ্রম আর যোগ্যতায় থাকব। অন্য কিছুর জন্য না। পিসিবি দারুণ একটা ¯েøাগান বানিয়েছে, উই হ্যাভ, উই উইল। আমরা আগেও বড় মঞ্চে জিতেছি, সাফল্য দেখিয়েছি। আবারও সেটা করতে চাই।’

অবশ্য ইংল্যান্ডে বৈশ্বিক আসরে পাকিস্তানিদের রেকর্ড বেশ ভালো। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে র‌্যাঙ্কিংয়ের আট নম্বর দল হয়ে গিয়েও চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল তারা। ১৯৯৯ সালে ইংল্যান্ডে হওয়া সর্বশেষ বিশ্বকাপেও পাকিস্তান খেলেছিল ফাইনালে। তবে সেবার দুরন্ত খেলেও ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে খুঁজেই পাওয়া যায়নি ওয়াসিম আকরামদের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে পরের বিশ্বকাপে একদম বিবর্ণ ছিল তারা। আর্থার যত যাই বলুন, পাকিস্তানের ‘আনপ্রেডিক্টেবল’ তকমা এমনি এমনি নয়। তবে অর্থার মনে করছেন নিজেদের পরিশ্রম আর ধারাবাহিকতা দিয়েই এই লেবাস মুছে ফেলবেন তারা, ‘আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। ঠিক প্রক্রিয়ায় অনুশীলন করছি। আমাদের রুটিন ঠিকমতো অনুসরণ করছি। আমি জানি, এভাবে এগোতে থাকলে ওসব লেবাস থাকবে না।’

 



 

Show all comments
  • Ahmad Abdullah ১৫ মে, ২০১৯, ২:৪২ এএম says : 0
    আনপ্রেডিক্টেবল ট্যাগটা যদি বাংলাদেশের থাকতো তাহলে হয়তো এতক্ষণে আমাদের কাছে একটা ট্রফি থাকতো। পাকিস্তান আনপ্রেডিক্টেবল ট্যাগ লাগিয়েই একটা বিশ্বকাপ, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি, একটা টি-টুয়ান্টি বিশ্বকাপ, দুইটা এশিয়া কাপ জিতেছে।
    Total Reply(0) Reply
  • Engr Probir Hira ১৫ মে, ২০১৯, ২:৪৩ এএম says : 0
    পাকিস্তান সেমিফাইনালে যেতে পারবেনা, বাংলাদেশের যতটুকু সম্ভবনা আছে সেটাও তাদের নেই।
    Total Reply(0) Reply
  • Rubaiya Rubi ১৫ মে, ২০১৯, ২:৪৩ এএম says : 1
    পাকিস্তান এর প্রত্যেকটা ক্রিকেটার অনেক হ্যান্ডসাম
    Total Reply(1) Reply
    • Jahan71 ১৫ মে, ২০১৯, ১০:৫৭ এএম says : 4
      Yes with your ugly eyes ..
  • K M Mahamud ১৫ মে, ২০১৯, ২:৪৪ এএম says : 0
    সত্যিই আনপ্রেডিক্টেবল। এদের বিশ্বাস করতে নাই। কখন যে কি করে ঠিক নেই
    Total Reply(0) Reply
  • Hasan Bappa ১৫ মে, ২০১৯, ২:৪৪ এএম says : 0
    পাকিস্তান ইংল্যান্ডের সাথে হারলেও বর্তমানে ভালোই খেলতিছে, বিশ্বকাপে ভালো খেলাই দেখতে পারবো, আশা করি।
    Total Reply(0) Reply
  • Suvash K. Sobuj ১৫ মে, ২০১৯, ২:৪৫ এএম says : 0
    বাংলাদেশ এখন আনপ্রেডিক্টেবল । পাকিস্তান প্রেডিক্টেবল ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ