Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপে দলের সঙ্গে দুর্নীতি বিরোধী কর্মকর্তা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০১৯, ৫:৫৪ পিএম | আপডেট : ৯:১৫ পিএম, ১৬ মে, ২০১৯

আসন্ন ক্রিকেট বিশ্বকাপকে দুর্নীতি মুক্ত রাখতে এবার ভিন্ন পথ অবলম্বন করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রথমবারের মত আসন্ন ওয়ানডে বিশ্বকাপে অংশ নেয়া প্রত্যেক দলের সাথে একজন করে দুর্নীতি বিরোধী কর্মকর্তা নিয়োগ করা হবে।
‘ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে- অনুশীলন ম্যাচ থেকে টুর্নামেন্ট শেষ পর্যন্ত অংশগ্রহণকারী সব দলের সঙ্গে আইসিসি একজন করে দুর্নীতি বিরোধী কর্মকর্তা নিয়োগ করবে।
রিপোর্টটিতে বলা হয়েছে, ‘আইসিসির দুর্নীতি বিরোধী কমিটি আগে প্রতিটি ভেন্যুতে একজন করে কর্মকর্তা নিয়োগ করত। অর্থাৎ একটি টুর্নামেন্টে দলগুলোকে একাধিক কর্মকর্তার সঙ্গে কার্যক্রম চালাতে হতো।’
বিবৃতিতে বলা হয়, একটি ম্যাচ ফিক্সিং ও দুর্নীতিমুক্ত টুর্নামেন্ট আয়োজনে এবং খেলোয়াড় ও আকসুর মধ্যে সুসম্পর্ক তৈরি আইসিসি দুর্নীতি বিরোধী কমিটির পদক্ষেপ হিসেবে ‘এখন একটি দলের সঙ্গে একজন কর্মকর্তা নিয়োগ করা হবে। যিনি অনুশীলন ম্যাচ থেকে শুরু করে টুর্নামেন্ট শেষ পর্যন্ত থাকবেন। অর্থাৎ খেলোয়াড়দের সঙ্গে একই হোটেলে থাকবেন এবং অনুশীলন ও ম্যাচের সময় এক সাথে ভ্রমণ করবেন।’
রিপোর্টে আরো বলা হয়, ‘পুরো টুর্নামেন্টে দলের সঙ্গে থাকা মানে দুর্নীতি বিরোধী কর্মকর্তারা এমন জায়গায় থাকবেন যেখানে থেকে যেকোন প্রকার দুর্নীতি সম্পর্কে আঁচ করা যায়। তারা খেলোয়াড় এবং ব্যাক রুম স্টাফদের কাছাকাছি থাকবেন এবং যে কোন সন্দেহজনক আচরণ বুঝতে পারে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট

১৬ জুলাই, ২০১৯
১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ