মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভোটে জিতলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা করবেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আগেভাগে এমনটাই ইঙ্গিত দিয়ে রাখলেন রিপাবলিকানদের এই পদপ্রার্থী। এর আগে রিপাবলিকান দলে প্রেসিডেন্ট জর্জ বুশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং এই বিপজ্জনক ঘোষণা দিয়ে তিনি আফগানিস্তান ও ইরাকে সামরিক হামলা চালান। ওই হামলার মধ্যদিয়ে এই দুটি দেশে যে অস্থিতিশীলতার সৃষ্টি হয় তা আজো অব্যাহত রয়েছে। এবার ট্রাম্পও অনুরূপ যুদ্ধের জন্য, কিংবা আশঙ্কা করা যায় আরো বৃহত্তর যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের যুদ্ধ ঘোষণা করতে কোনো বাধা থাকবে না আগামী দিনগুলোতে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রিপাবলিকান প্রার্থী বলেন, মার্কিন প্রেসিডেন্ট পদে কে জয়ী হবেন তা সময়ই বলে দেবে। কিন্তু তার মতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে মার্কিন কংগ্রেসে কোনো সমস্যা হবে না। যুক্তরাষ্ট্র ১০ হাজার জনকে জায়গা দিয়েছে। সন্ত্রাসবাদের জেরে তারা আজ দেশ ছেড়ে অন্যদেশে আশ্রয় নিয়েছেন। তাই এই সব দুষ্টলোকের প্রতি নরম মনোভাব দেখিয়ে কোনো লাভ নেই। ভাই ও বোনেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সন্ত্রাসবাদীদের নির্মূল প্রয়োজন। ফক্স নিউজ, ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।