মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বিশ্ব অর্থনীতির উন্নত সাত দেশের (জি-সেভেন) শীর্ষ নেতারা অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, মধ্যবিত্তের জীবনমান উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ এবং ধনীদের কর ফাঁকির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন। জাপানের ইসেশিমায় গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া জি-সেভেন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয় বলে জানিয়েছে জাপান টাইমস। উদ্বোধনী সেশন শেষে স্বাগতিক জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে উপস্থিত সংবাদকর্মীদের বলেন, বৈঠকে বিশ্বের বিদ্যমান অর্থনৈতিক অবস্থা বিস্তারিত আলোচনা হয়েছে। এতে বিশ্ব অর্থনীতির চলমান ঝুঁকিপূর্ণ অবস্থা গুরুত্ব পেয়েছে। এটা সম্মেলনের গুরুত্বপূর্ণ দিক বলে অভিহিত করেন জাপানের প্রধানমন্ত্রী। সম্মেলনে উদ্বোধনী এ সেশনের আলোচনা পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত একজন জাপানি কর্মকর্তা বলেন, শীর্ষ নেতারা তাদের বক্তব্যে স্বীকার করেছেন যে, মধ্যবিত্ত শ্রেণির মধ্যে বিদ্যমান অর্থনীতি নিয়ে হতাশা বাড়ছে। বিশ্বের দেশে দেশে ধনী ও গরিবের মধ্যে বৈষম্য বাড়ছে স্বীকার করে, এ অবস্থার পরিবর্তনে দ্রæত পদক্ষেপ নেয়ার কথা বলেন। আলোচনায় বিশ্বজুড়ে মধ্যবিত্তের জীবনমানের দুর্দশা উঠে এলেও শিল্পোন্নত সাত দেশের কারা কত ব্যয় করবে সে বিষয়ে একমত হননি শীর্ষ নেতারা। এতে শীর্ষ উন্নত সাত দেশের নীতিগত অবস্থানে ব্যাপক পার্থক্যের বিষয়টি দৃশ্যমান হয়ে উঠেছে। বিশ্ব অর্থনীতিতে গতি সঞ্চারে বিনিয়োগ বাড়াতে স্বাগতিক জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে যে আহŸান জানিয়েছে তাতে সাড়া দিতে অস্বীকৃতি জানিয়েছে জার্মানি ও ব্রিটেন। সম্মেলনে উপস্থিত ইউরোপীয় ইউনিয়নভুক্ত সদস্য দেশের প্রতিনিধিরা অবস্থা পরিবর্তনে বুদ্ধিদীপ্ত ব্যয় বাড়াতে আগ্রহ দেখিয়েছে। মধ্যবিত্তের অবস্থা পরিবর্তনে বিশ্বব্যাপী বিজ্ঞান, শিক্ষা এবং প্রযুক্তি খাতে ব্যয় বাড়ানোর কথা বলেছে ইইউ প্রতিনিধিরা। জাপানের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেছেন, এটা বড় অগ্রগতি। শীর্ষ এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি এবং এবারের আয়োজক জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে যোগ দেন। বিবিসি, রয়টার্স ও জাপান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।