বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশে কাজ না পেয়ে বিদেশ পাড়ি দেয়াটা জাতির জন্য লজ্জাজনক ব্যাপার বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহŸায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, দেশে যুবকদের কোন কাজ নাই। চাকরি খোঁজে তারা বছরের পর বছর ঘুরে বেড়ায়। অবশেষে চাকরির খোঁজে বিদেশ পাড়ি দেয়া বাংলাদেশিদের জন্য নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গণফোরামের দফতর সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কামাল হোসেন এসব কথা বলেন। বিবৃতিতে কামাল হোসেন বলেন, গত বৃহস্পতিবার রাতে লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার পথে তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবিতে অন্তত ৪০ জনের মতো বাংলাদেশি মারা যান। এই মর্মান্তিক ঘটনায় গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তিনি বেকারত্বসহ এ ধরনের সব জাতীয় সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান। গণ ফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়াও এই মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।