Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে ৮ মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৯, ১২:০৫ পিএম

ঢাকার সাভারে আট মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত ফরহাদ হোসেন (৩০) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার দিবাগত গভীর রাতে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসায়ি ফরহাদ হোসেন সাভার ব্যাংক কলোনি এলাকার মৃত জিতু মিয়ার ছেলে।
সাভার মডেল থানার উপ-পরিদশর্ক (এসআই) মোফাজ্জল হোসেন জানান, সাভার মডেল থানার মামলা নং-৪৭(১০)১১, ৫(৯)১৬, ৪৩(১২)১৩, ১(৪)১৫, ৪২(৪)১৭, ৪৩(১২)১৩, ১৯(৭)১৪সহ মোট ৮টি মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি ফরহাদ হোসেন। গত কয়েক মাস ধরে চিহ্নিত এই মাদক ব্যবসায়িকে গ্রেফতারের চেষ্টা চলছিল।
অবশেষ রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, গ্রেফতার ফরহাদ সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে ১৫টি মাদক মামলা রয়েছে। এর মধ্যে আট মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারী হয়। দীর্ঘ দিন ধরে সে পলাতক থেকে সাভারের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সোমবার গ্রেফতার মাদক ব্যবসায়ি ফরহাদকে আদালতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

১০ অক্টোবর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ