গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীর নিজ বাসা থেকে অস্ত্র খোয়া যাওয়ার ঘটনায় পুলিশের এক এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল (শুক্রবার) বরখাস্ত হওয়া এসআই জাফর আহমেদ আকবর শাহ থানায় কর্মরত ছিলেন। তিনি দাবি করেন তার বাসায় থানা থেকে দেয়া একটি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি চুরি হয়ে গেছে। আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে নগর পুলিশের পশ্চিম জোনের উপকমিশনারের নির্দেশে এসআই জাফরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত এসআই জাফর আহম্মেদ জানান, তিনি এবং তার এক সহকর্মী বাসাটিতে দীর্ঘদিন ধরে আছেন। আসামি চালান দেয়ার জন্য বাসায় অস্ত্র রেখে থানায় থানায় যান তিনি। তিনি বাসা থেকে বের হওয়ার সময় তার সহকর্মী কানুলাল অধিকারী বাসায় ছিলেন জানিয়ে এসআই জাফর বলেন, আনুমানিক সাড়ে ১১টার দিকে কানু বাসা থেকে বের হওয়ার সময় আমাকে ফোন করেন। এ সময় কাজের জন্য বাসায় ফিরতে না পেরে বেলা সাড়ে ১২টার দিকে বাসায় যান তিনি। বাসার দরজা এবং অস্ত্র রাখা ট্রাংকটির তালা ভাঙা দেখতে পান এসআই জাফর। আকবর শাহ থানার কাছেই বিশ্বব্যাংক কলোনী ডি-বøকের ৭৪ নম্বর প্লটের একটি ভবনের পাঁচ তলায় এক সহকর্মীর সাথে ভাড়া থাকেন এসআই জাফর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।