মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পৃথিবী জুড়ে মুসলিমগণ সিয়াম তথা রোজা পালন করছেন। আবহাওয়া উত্তপ্ত থাকায় বিশ্বের অধিকাংশ দেশেই রোজা পালন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তেষ্টায় যেন প্রাণ ওষ্ঠাগত। এ তো গেল আবহাওয়া জনিত সমস্যা। কিন্তু মানবসৃষ্ট সমস্যায়ও রয়েছেন বহু দেশের মুসলিমগণ। পৃথিবীর বিভিন্ন দেশে নিপীড়ন-নির্যাতনের মধ্যেও রোযা পালন করতে হচ্ছে মুসলিমদের। চীনের কনসেনট্রেশন ক্যাম্পে সংশোধনের নামে যার পর নাই নির্যাতন চালানো হচ্ছে উইঘুর মুসলিমদের। দেশটির সরকার স্বীকার না করলেও এবার সেই ক্যাম্পে চাকরি করা এক প্রশিক্ষক ফাঁস করে দিয়েছেন নির্যাতনের কথা। তার দাবি, মুসলমানিত্ব ত্যাগ করে কমিউনিজম আদর্শ পুরোপুরি পালনের জন্য তাদের ওপর চালানো হয় কঠোর নির্যাতন।
একই অবস্থা ফিলিস্তিনিদের। মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের জারজ সন্তান ইসরাইল অবৈধভাবে ফিলিস্তিনিদের জমিজমা দখল করেই ক্ষান্ত হয়নি, নিত্য তারা পাখির মতো হত্যা করছে মুসলিম নাগরিকদের। অবরুদ্ধ করে রেখেছে ফিলিস্তিনি জনসংখ্যা অধ্যুষিত গাজা উপত্যকা। সেখানকার মুসলিমরা শুধু খাদ্য সঙ্কটে ভোগে, তা নয়, তাদের কোনো প্রকার ওষুধ সরবরাহ করা হয় না, চিকিৎসার জন্য কোনো ভালো হাসপাতালেও যেতে পারে না।
চলতি রমজানে এসব মুসলিম পড়েছেন প্রচন্ড খাদ্য সঙ্কটে। তারা নিদারুণ কষ্টে অনাহারে-অর্ধাহারে সাহারী গ্রহণ করে থাকেন। ইফতার করতে হয় শুধু জলপাই দিয়ে। যেমন দেখা গেল রমজানের শুরুতেই। এক ফিলিস্তিনি ফুটপাথে বিভিন্ন বাটিতে বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন শুধু জলপাই। কোনো বাটিতে রান্না করা, আবার কোনো বাটিতে আচার বানানো। আর এগুলোই ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন ইফতার খোলার জন্য। সূত্র : ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।