Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি নেতা আবদুস সালামের মুক্তিতে বাধা নেই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মে, ২০১৯, ৪:২৪ পিএম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামকে নাশকতার অভিযোগে দায়ের করা ছয় মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট।

১২ মে, রবিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব।


পরে আদালত থেকে বেরিয়ে সাকিব মাহবুব সাংবাদিকদের জানান, ২০১৮ সালের নির্বাচনের আগে রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে এসব মামলা করা হয় আবদুস সালামের বিরুদ্ধে। এ ছয় মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনের পর তিনি ২৮ এপ্রিল আত্মসমর্পণ করলে ঢাকা মহানগর দায়রা জজ আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল। এ ছয় মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছে। ফলে তার জামিনে মুক্তিতে বাধা রইল না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ