Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে চট্টগ্রামে শিক্ষার্থীর কারাদণ্ড

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১২ মে, ২০১৯, ১২:০৪ এএম

সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ডিগ্রি পরীক্ষায় প্রক্সি দেয়ার দায়ে এক ছাত্রকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার আবদুল্লাহ আল জাবের (২২) নামে ওই ছাত্রকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন।
জানা গেছে, আবদুল্লাহ আল জাবের চট্টগ্রাম কলেজের ছাত্র। তিনি বায়েজিদ বোস্তামী এলাকার আবুল কালামের ছেলে। শহীদ নূর নামে এক পরীক্ষার্থীর পক্ষে প্রক্সি দিচ্ছিলেন তিনি। হল পরিদর্শকের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে প্রক্সি দেয়ার কথা স্বীকার করেন আবদুল্লাহ। সদরঘাট থানা পুলিশ জানায়, আবদুল্লাহ আল জাবের নামের ওই শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ