নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২৯ এপ্রিল বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) নির্বাচনে জয়ী হয়ে পাঁচ দিন আগে দায়িত্ব গ্রহণ করে নতুন নির্বাচিত কমিটি। একরাশ আশ্বাসের মধ্যদিয়েই ব্যালটযুদ্ধের জয়ীরা গত বুধবার আনুষ্ঠানিকভাবে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছ থেকে বাহফে’র দায়িত্ব বুঝে নেন। নির্বাচনের আগে যে ইশতেহার ছিল সেখানে দেশের হকিকে পুনরুজ্জ্বীবিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা বলেন তারা। দায়িত্ব বুঝে নিয়ে সেগুলো বাস্তবায়নে আশ্বাস দেন ‘বাঁচাও হকি’ শ্লোগানে বাহফে’র নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব একেএম মমিনুল হক সাঈদ। এর আগে ওইদিন সকালে বিমান বাহিনী প্রধান ও বাহফে’র সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের কার্যালয়ে উপস্থিত হন নব-নির্বাচিত কমিটির ৯ শীর্ষ কর্তা। যেখানে ছিলেন পাঁচ সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, দুই যুগ্ম- সম্পাদক ও কোষাধক্ষ্য। এসময় বাহফে’র সভাপতিকে ফেডারেশনের এজিএম সহ ৫ পরিকল্পনার কথা জানান সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ। এরপর নতুন উদ্যোমে কাজ করার লক্ষ্যে শনিবার ফেডারেশনে আসেন নির্বাচিতরা। ছুটির দিনেও মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ছিল উপচে পড়া ভিড়। ফুলের তোড়া নিয়ে মূল গেটের সামনে অপেক্ষারত কয়েক’শ মানুষ। অনেকে হকি সংশ্লিষ্ট আবার অনেকে রাজনৈতিক দলের কর্মী। বাহফে’র নতুন কার্যনির্বাহী কমিটিকে বিশেষ করে সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদকে শুভেচ্ছা জানাতেই তাদের আগমন। শনিবার ছিল বাহফে’র নতুন নির্বাহী কমিটির প্রথম সভা। নির্দিষ্ট কোনো আলোচ্যসূচি ছিল না সভায়। ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সঙ্গে নির্বাচিত কমিটির সকলের পরিচিতই ছিল মূলত এই সভার উপলক্ষ্য। সভায় বাহফে’র সভাপতি বলেন,‘বাংলাদেশের হকির নতুন পথচলা শুরু হলো। সবাই একসঙ্গে কাজ করলে বাংলাদেশের হকি অনেক উপরে উঠবে।’
সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ বলেন,‘ আমরা নির্বাচনের আগে একটি ইশতেহার দিয়েছিলাম। সেই ইশতেহার বাস্তবায়নের জন্য কাজ করব সবাই মিলে।’ ঈদের পরপরই বাহফে’র এজিএম করতে চান নতুন নির্বাচিত সাধারণ সম্পাদক। তার কথায়, ‘এজিএম সকল সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এজিএম করব ঈদের পর দ্রুততম সময়ে। এজিএমের মাধ্যমে আমাদের গঠনতন্ত্র পরিবর্তন সহ আরো অনেক সাংগঠনিক বিষয়ে কার্যকরি পদক্ষেপ নেব।’ প্রথম সভায় আলোচনা সম্পর্কে সাঈদ বলেন,‘ ইনডোর এশিয়া কাপে বাংলাদেশ দল অংশগ্রহণ করবে। পাশাপাশি ফ্রাঞ্চাইজি হকি নিয়েও সভায় আমরা আলোচনা করেছি।’
সভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগেই মহিলা হকি দিয়ে কাজ শুরু হচ্ছে বাহফে’র নতুন নির্বাচিত কমিটির। ১৪ মে থেকে শুরু হচ্ছে মহিলা হকির ক্যাম্প। সাবেক খেলোয়াড় তারিকউজ্জামান নান্নু ও হেদায়েতুল ইসলাম রাজিবের অধীনে নারীরা প্রশিক্ষণ নেবে। ২৪ এপ্রিল বাংলাদেশ হকি ফেডারেশন ইফতার পার্টির আয়োজন করছে হকি স্টেডিয়ামেই।
নতুন নির্বাহী কমিটির প্রথম সভায় অনুপস্থিতের সংখ্যা চার জন। দু’টি প্যানেলে বাহফে’র নির্বাচন অনুষ্ঠিত হলেও কালকের নির্বাহী সভায় অবশ্য নির্বাচনের কোনো রেশ পাওয়া যায়নি। নির্বাচিত সদস্যের প্রায় সবাই উপস্থিত ছিলেন। যারা অনুপস্থিত ছিলেন তারা ব্যক্তিগত কারণে।
এদিকে জাতীয় হকি দলের তারকা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি বলেন,‘আমরা মাঠে হকি চাই। দ্রুততম সময়ে দলবদল হয়ে লিগ মাঠে গড়াবে এটাই আমাদের চাওয়া। আশাকরি নতুন নির্বাচিত কমিটি আমাদের সেই প্রত্যাশা পূরণ করবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।