নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : পপুলার লাইফ ইনস্যুরেন্সের পৃষ্ঠপোষকতায় আজ শুরু হচ্ছে ঢাকা মহানগরী উন্মুক্ত মহিলা ভলিবল প্রতিযোগিতা। বিকাল সাড়ে তিনটায় ঢাকা ভলিবল স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে উদ্বোধন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস। চারদিন ব্যাপি এ আসরে অংশ নেয়া দল ৬টি বাংলাদেশ আনসার, পুলিশ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), ওয়ারী ক্লাব ও ভিকারুন নিসা নুন স্কুল এন্ড কলেজ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার্স আপ ও তৃতীয় স্থান অধিকারী দলগুলো প্রাইজমানি হিসেবে পাবে যথাক্রমে ছয় হাজার, চার হাজার ও তিন হাজার টাকা করে। সাথে পাবে ট্রফি ও সার্টিফিকেট। এছাড়া তিনজন সেরা খেলোয়াড় পাবেন দুই হাজার টাকা করে। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। এসময় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের প্রতিনিধি আলমগীর ফিরোজ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।