Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবম রাউন্ড থেকেই সাকিবকে পাচ্ছে আবাহনী

প্রকাশের সময় : ২৭ মে, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা :  ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) খেলতে উদগ্রীব বলে ক’দিন আগে মিডিয়াকে জানিয়েছিলেন সাকিব। ১লাখ ১০ হাজার ডলারে জ্যামাইকা তালওয়ালসে বিক্রি হওয়া এই বাঁ হাতি অল রাউন্ডারের দলের সিপিএল মিশন শুরু হবে আগামী ২০ জুন। ক্রিস গেইল, সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, লাসিথ মালিঙ্গাকে টীমমেট হিসেবে পাওয়ায় ভীষণ খুশি সাকিব সিপিএলে খেলতে আছেন মুখিয়ে। তবে সিপিএলের আগে সাকিবকে খেলতে হচ্ছে ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ। আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সে এবার প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি সাকিব, ১০ ম্যাচে ১১৪ রানের পাশে উইকেট সংখ্যা মাত্র ৫টি। এলিমিনেটরি রাউন্ডে সানরাইজার্স হায়দারাবাদের সঙ্গে খেলার সুযোগ পাননি তিনি। হতাশ সাকিব আজ দেশে ফিরেই যোগ দিচ্ছেন আবাহনীতে। নবম রাউন্ডেই তাকে পাচ্ছে আবাহনী। আগামী ২৮ মে বিকেএসপিতে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আবাহনীর হয়ে খেলতে দেখা যাবে তাকে। এ তথ্য দিয়েছেন আবাহনীর ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান জালাল ইউনুস। ২০০৮ সালে আবাহনীর হয়ে খেলার অমø মধুর স্মৃতি আছে সাকিবের। দলটির শিরোপা হাতছাড়া হওয়ায় রীতিমতো খলনায়কে পরিনত হয়েছিলেন সাকিব। তবে সাকিবের উপর জমাট বরফ গলেছে আবাহনীর। প্লেয়ার্স ড্রাফটে আইকন ক্যাটাগরির ক্রিকেটার সাকিবকে পেয়েছে আবাহনী। পুনে সুপার জায়ান্টস থেকে ভারতের রজত ভাটিয়াকে দলে ভিড়িয়ে ৮ম রাউন্ডে এসে ঘুরে দাঁড়িয়েছে আবাহনী। হারের বৃত্ত ভেঙ্গেছে রজত ভাটিয়ার পারফরমেন্সে। সাকিবকে পেয়ে এখন সুপার লীগের স্বপ্ন দেখতে শুরু করেছে আবাহনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নবম রাউন্ড থেকেই সাকিবকে পাচ্ছে আবাহনী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ