Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহাশূন্যে ‘বায়ুশূন্য ঘর’ স্থাপনে জঠিলতার মুখে নাসা

প্রকাশের সময় : ২৭ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক
মহাশূন্যে স্থাপিত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে নতুন একটি প্রকল্পের কাজ শুরু করে আবার একদিনের জন্য তা বন্ধ করতে বাধ্য হয়েছে নাসা। গতকাল বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে একটি নবনির্মিত ‘বায়ুশূন্য ঘর’ স্থাপনের সময় জঠিলতা দেখা দিলে সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। কমপক্ষে একদিন ধরে এই বন্ধ বলবৎ থাকবে। পরীক্ষামূলক ‘বায়ুশূন্য ঘর’টি স্থাপনের জন্য নিয়োজিত নভোচারী জেফরি উইলিয়ামস প্রায় দুই ঘন্টা ধরে কাজ করার পর জঠিলতা দেখা দিলে নাসার নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে তাকে কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়। তবে আজ শুক্রবারে আবার এটি লাগানোর কাজ শুরু হওয়ার কথা। তবে এটা নির্ভর করবে ইঞ্জিনিয়াররা জঠিলতার কারণ সম্পর্কে ইতোমধ্যে কী জানতে পারলেন তার ওপর। নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে উইলিয়ামসকে বলা হয়, ‘আজকের কাজের জন্য ধন্যবাদ। আমরা আবার কাল কাজ শুরু করবো।’ এসময় উইলিয়ামস বলেন, ‘ব্যাপার না। মহাকাশে কাজের সময় এমন পরিস্থিতিতে পড়াই স্বাভাবিক।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহাশূন্যে ‘বায়ুশূন্য ঘর’ স্থাপনে জঠিলতার মুখে নাসা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ