নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বেশ ক’দিন থেকেই আয়ারল্যান্ডের আকাশ ভারী হয়ে আছে কালো মেঘে। আগের দিন সেটি ঝরলো মুষলধারে। আর তাতে অনুশীলনই করতে পারেননি বাংলাদেশ দল। গতকাল যা রূপ নেয় ভারী বর্ষনে। সকাল থেকে কয়ক দফায় বৃষ্টি হয়েছে ম্যালাহাইডে। বেরসিক সেই বৃষ্টি পুরো তলিয়ে রাখল ডাবলিনের ‘দ্য ভিলেজে গ্রাউন্ড’। যেখানে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক আয়ার্যলান্ডের মুখেমুখি হবার অপেক্ষায় ছিল বাংলাদেশ। বৃষ্টি থামার কোন লক্ষণ না দেখায় স্থানীয় সময় দুপুর সেয়া দুইটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টা) ম্যাচটি পরিত্যাক্ত ঘোষনা করেন দুই আম্পায়ার আলিম দার ও মার্ক হথর্ন।
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলই পাচ্ছে দুটি করে পয়েন্ট। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারানো বাংলাদেশ তাতে ৬ পয়েন্ট নিয়ে উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে বোনাস পয়েন্টসহ হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৫।
প্রথম আশার আলো দেখা গিয়েছির বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়। বৃষ্টি থেমে যাওয়ায় পরিস্কার হতে শুরু করে ম্যালাহাইডের আকাশ। সেন্টার উইকেট থেকে কাভার সরানোও শুরু করেছিল গ্রাউন্ডসম্যানরা। ঠিক সে সময়ে আবার বৃষ্টি নামলে আর কাভার সরানো যায়নি। ঐ সময়ও বৃষ্টি থামলে কার্টেল ওভারে খেলা হওয়ার সম্ভাবনাই ছিল বেশি। সেক্ষেত্রে গত ম্যাচের একাদশ থেকে কিছুটা পরিবর্তনও হবার আভাস পাওয়া গিয়েছিল বাংলাদেশ একাদশে। অফস্পিনার মেহেদী হাসান মিরাজের জায়গায় রুবেল হোসেনকে একাদশে খেলানোর ইচ্ছা প্রকাশ করেছিল টিম ম্যানেজম্যান্ট।
নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৬ রানে হেরেছে আয়ারল্যান্ড। আর বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করেছে সেই উইন্ডিজকেই উড়িয়ে। ৩০ বল বাকী থাকতেই ৮ উইকেটের জয় পায় টাইগাররা। স্বাভাবিকভাবে এই ম্যাচেও ফেভারিট ছিল বাংলাদেশ। কিন্তু সিরিজের আগে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে দারুণ প্রতিরোধ গড়ে তোলে আয়ারল্যান্ড। ৪ উইকেটে ওই ম্যাচ হারলেও ইংলিশ ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিয়েছিল তারা। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে হয়তো বাংলাদেশকেও চমকে দিতে পারে স্বাগতিকরা। এজন্য সতর্ক থাকতে হচ্ছে মাশরাফি মুর্তজাদের।
অবশ্য দুই দলের পরিসংখ্যানেও বাংলাদেশই ছিল এগিয়ে। ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়েছে ৯ বার। যার ৬টিতে জিতেছে বাংলাদেশ, ২টি আয়ারল্যান্ড। অন্যটি পরিত্যক্ত হয়। দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির আগে। ত্রিদেশীয় ওই সিরিজের তৃতীয় দল ছিল নিউজিল্যান্ড। যেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ পরিত্যক্ত হলেও অন্যটিতে জয় পায় টাইগাররা।
ত্রিদেশীয় সিরিজে ভালো শুরুর সঙ্গে কন্ডিশন জয় করাও চ্যালেঞ্জ ছিলো মাশরাফিদের। সেটা মোকাবিলায় সফল তারা। প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই অসাধারণ পারফর্ম করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানরা খেলেছেন দুর্দান্ত। দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার উদ্বোধনী জুটিতেই যোগ করেন ১৪৪ রান। তামিম ৮০, সৌম্য ৭৩, সাকিব আল হাসান অপরাজিত ৬১ ও মুশফিকুর রহিম অপরাজিত ৩২ রান করেন। বোলিংয়ে মোস্তাফিজুর রহমান কিছুটা খরুচে হলেও মাশরাফি, সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ ও সাকিব ছিলেন অসাধারণ।
ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ক্ষতিটা হলো বাংলাদেশেরই। একদিকে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ ছিল মাশরাফির দলের জন্য। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই মাঠে কিছুক্ষণ ফুটবল খেলে গা গরম করেছেন আইরিশ ক্রিকেটাররা। রানিংও করেছেন তারা কিছুক্ষণ। বাংলাদেশের মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, সাইফ উদ্দিন, নাঈম হাসান নেটে নক করেছেন কোচ স্টিভ রোডস, ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি ও ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে। পরে বৃষ্টির তীব্রতা বাড়লে ড্রেসিং রুমে ছুটতে হয়েছে সবাইকে।
টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ আগামী সোমবার এই মাঠেই। তার আগে শনিবার ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে আইরিশরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।