Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রচন্ড গরমেও আবুধাবির মসজিদে মুসল্লির ঢল

দেশে দেশে মাহে রমজান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০১৯, ১২:০৪ এএম

আবুধাবি ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, প্রথম রোজার দিন আলজেরিয়ানদের প্রায় ১৫ ঘণ্টা ৩০ মিনিট পানাহার থেকে বিরত থাকতে হয়। তবে রমজান শেষ হতে হতে রোজার দৈর্ঘ্য হবে প্রায় ১৬ ঘণ্টা।
বাহরাইনে মুসলিমরা প্রথম রোজার দিন ১৪ ঘণ্টা ৪২ মিনিট পানাহার থেকে বিরত ছিলেন। তবে রমজান মাস শেষ হতে হতে রোজার দৈর্ঘ্য হবে ১৫ ঘণ্টা ১৫ মিনিট। আরব বিশ্বের মধ্যে তৃতীয় দীর্ঘতম রোজা ছিল সউদী আরবে। সেখানে প্রথম দিনের রোজার দৈর্ঘ্য ১৪ ঘণ্টা ৪০ মিনিট। তবে শেষ রোজার দৈর্ঘ্য হবে ১৫ ঘণ্টা ১২ মিনিট।
মিসরের মানুষ প্রথম দিন ১৫ ঘণ্টা ৩ মিনিট রোজা পালন করেন। দেশটির শেষ রোজার দৈর্ঘ্য হবে ১৫ ঘণ্টা ৪৩ মিনিট।
এছাড়া ফিলিস্তিনে প্রথম রোজার দৈর্ঘ্য ছিল ১৫ ঘণ্টা ৪ মিনিট এবং শেষ রোজার দৈর্ঘ্য হবে ১৫ ঘণ্টা ৪৬ মিনিট। ইরাকে প্রথম রোজা ১৫ ঘণ্টা ১৫ মিনিট এবং শেষ রোজা হবে ১৬ ঘণ্টা ১ মিনিটের। সিরিয়ায় প্রথম রোজার দৈর্ঘ্য ১৫ ঘণ্টা ১৭ মিনিট এবং শেষ রোজা হবে ১৬ ঘণ্টা ২ মিনিটের। লেবাননে প্রথম রোজা ১৫ ঘণ্টা ১৫ মিনিট এবং শেষ রোজার দৈর্ঘ্য হবে ১৬ ঘণ্টা ২ মিনিট। জর্ডানে প্রথম রোজার দৈর্ঘ্য ছিল ১৫ ঘণ্টা ১২ মিনিট আর শেষ রোজার দৈর্ঘ্য হবে ১৫ ঘণ্টা ৫৪ মিনিট।
এদিকে বাংলাদেশেও এবার রোজা হচ্ছে বেশ দীর্ঘ। গতকাল (মঙ্গলবার) প্রথম রোজার দৈর্ঘ্য ছিল ১৪ ঘণ্টা ৪২ মিনিট। আর শেষ রোজার দৈর্ঘ্য হবে ১৫ ঘণ্টা ২৬ মিনিট।
একদিকে দীর্ঘ রোজা, অপরদিকে প্রচন্ড গরমে এবার রোজাদারদের ওষ্ঠাগত প্রাণ। যে কর্মস্থলেই থাকুন না কেন, নামাজের আজান হলে আর সেখানে থাকতে পারেন না। ছুটে যান মসজিদে। কারণ সেখানেই পান প্রশান্তি। যেমন দেখা গেল আরব আমীরাতের আবুধাবীতে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে। প্রথম রোজায় গত সোমবার মসজিদটিতে মুসল্লিদের ঢল নামে। ভেতরের মূল চত্ত¡র ছাড়িয়ে বাইরের বিশাল এলাকাতেও নামাজ আদায় করতে দেখা যায় মুসল্লিদের। ছবিটি তুলেছেন দি নেশন এর পক্ষে ক্রিস্টোফার পাইক। সূত্র : এপি ও দি নেশন।



 

Show all comments
  • শফিক রহমান ৮ মে, ২০১৯, ৯:২৫ এএম says : 0
    শেষ জমানায় মসজিদগুলোর চাকচিক্য ও মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পাবে কিন্তু প্রকৃত ঈমানদারের সংখ্যা হবে অতি নগন্য
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রমজান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ