মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আবুধাবি ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, প্রথম রোজার দিন আলজেরিয়ানদের প্রায় ১৫ ঘণ্টা ৩০ মিনিট পানাহার থেকে বিরত থাকতে হয়। তবে রমজান শেষ হতে হতে রোজার দৈর্ঘ্য হবে প্রায় ১৬ ঘণ্টা।
বাহরাইনে মুসলিমরা প্রথম রোজার দিন ১৪ ঘণ্টা ৪২ মিনিট পানাহার থেকে বিরত ছিলেন। তবে রমজান মাস শেষ হতে হতে রোজার দৈর্ঘ্য হবে ১৫ ঘণ্টা ১৫ মিনিট। আরব বিশ্বের মধ্যে তৃতীয় দীর্ঘতম রোজা ছিল সউদী আরবে। সেখানে প্রথম দিনের রোজার দৈর্ঘ্য ১৪ ঘণ্টা ৪০ মিনিট। তবে শেষ রোজার দৈর্ঘ্য হবে ১৫ ঘণ্টা ১২ মিনিট।
মিসরের মানুষ প্রথম দিন ১৫ ঘণ্টা ৩ মিনিট রোজা পালন করেন। দেশটির শেষ রোজার দৈর্ঘ্য হবে ১৫ ঘণ্টা ৪৩ মিনিট।
এছাড়া ফিলিস্তিনে প্রথম রোজার দৈর্ঘ্য ছিল ১৫ ঘণ্টা ৪ মিনিট এবং শেষ রোজার দৈর্ঘ্য হবে ১৫ ঘণ্টা ৪৬ মিনিট। ইরাকে প্রথম রোজা ১৫ ঘণ্টা ১৫ মিনিট এবং শেষ রোজা হবে ১৬ ঘণ্টা ১ মিনিটের। সিরিয়ায় প্রথম রোজার দৈর্ঘ্য ১৫ ঘণ্টা ১৭ মিনিট এবং শেষ রোজা হবে ১৬ ঘণ্টা ২ মিনিটের। লেবাননে প্রথম রোজা ১৫ ঘণ্টা ১৫ মিনিট এবং শেষ রোজার দৈর্ঘ্য হবে ১৬ ঘণ্টা ২ মিনিট। জর্ডানে প্রথম রোজার দৈর্ঘ্য ছিল ১৫ ঘণ্টা ১২ মিনিট আর শেষ রোজার দৈর্ঘ্য হবে ১৫ ঘণ্টা ৫৪ মিনিট।
এদিকে বাংলাদেশেও এবার রোজা হচ্ছে বেশ দীর্ঘ। গতকাল (মঙ্গলবার) প্রথম রোজার দৈর্ঘ্য ছিল ১৪ ঘণ্টা ৪২ মিনিট। আর শেষ রোজার দৈর্ঘ্য হবে ১৫ ঘণ্টা ২৬ মিনিট।
একদিকে দীর্ঘ রোজা, অপরদিকে প্রচন্ড গরমে এবার রোজাদারদের ওষ্ঠাগত প্রাণ। যে কর্মস্থলেই থাকুন না কেন, নামাজের আজান হলে আর সেখানে থাকতে পারেন না। ছুটে যান মসজিদে। কারণ সেখানেই পান প্রশান্তি। যেমন দেখা গেল আরব আমীরাতের আবুধাবীতে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে। প্রথম রোজায় গত সোমবার মসজিদটিতে মুসল্লিদের ঢল নামে। ভেতরের মূল চত্ত¡র ছাড়িয়ে বাইরের বিশাল এলাকাতেও নামাজ আদায় করতে দেখা যায় মুসল্লিদের। ছবিটি তুলেছেন দি নেশন এর পক্ষে ক্রিস্টোফার পাইক। সূত্র : এপি ও দি নেশন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।