Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মে, ২০১৯, ১:৪০ পিএম

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নারী অপহরণকারী ও ধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলাম সুমন ওরফে সজল (৩৫) নিহত হয়েছেন।
গতকাল সোমবার দিনগত রাতে উপজেলার পূর্ব ইচলী এলাকায় এ ঘটনা ঘটে। সুমন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর গ্রামের মহেশার আলীর ছেলে।
রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান সাইফ বলেন, সোমবার দিনগত রাত দেড়টার দিকে সুমনসহ আরও দুইজন একটি মোটরসাইকেলযোগে উপজেলার পূর্ব ইচলী এলাকা দিয়ে যাওয়ার সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের আটক করা চেষ্টা করেন। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়ে পরে ঘটনাস্থল থেকে সুমনকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও ২২ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
সুমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় অপহরণ ও ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুকযুদ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ