বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ২টি পিস্তলসহ মো. শরিফুল ইসলাম (২৩) নামে এক অস্ত্র চোরাকারবারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। শরিফুল শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘী গ্রামের মো. সাদেকুল ইসলামের ছেলে।
আজ মঙ্গলবার সকালে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের একটি অভিযানিক দল জানতে পারে ভারত থেকে শিবগঞ্জ এর সীমান্তবর্তী এলাকার কতিপয় অবৈধ অস্ত্র ব্যবসায়ী অস্ত্র চোরাচালান করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে। একপর্যায়ে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর মুন্নাটোলা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৭.৬৫ মি.মি. ২টি বিদেশি পিস্তল (মেইড ইন ইউ.এস.এ), ২টি ম্যাগাজিনও ৬ রাউন্ড গুলিসহ অস্ত্র চোরাকারবারী শরিফুলকে আটক করে।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে তিনি এ ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।