বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজবাড়ীতে অস্ত্র-গুলি ও মাদকসহ ১০ মামলার আসামি সাজাহান সাজুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। সোমবার রাতে জেলা সদরের পাঁচুরিয়া স্যাটেলাইট স্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলা সদরের বানীবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের বাসিন্দা।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, সাজু একজন পেশাদার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও দ্রুত বিচার আইনেসহ ১০টি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তার পরোয়ানা ছিল।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পাঁচুরিয়া স্যাটেলাইট স্কুলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড গুলি ও ১৬০টি ইয়াবা উদ্ধার করা হয়।
সাজুর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক ও অস্ত্র আইনে আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।