Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইইউ ইস্যুতে ক্যামেরনকে মাত্র ১৮ শতাংশ মানুষের সমর্থন

৪১ ভাগ ব্রিটিশ নাগরিক ইইউ ইস্যুতে ভোট দেবেন, ১৩ শতাংশ সিদ্ধান্তহীন : জরিপ

প্রকাশের সময় : ২৭ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকা না থাকার প্রশ্নে যুক্তরাজ্য এখন বহুধা বিভক্ত। ইইউতে থাকার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। অন্যদিকে লন্ডনের সদ্য বিদায়ী মেয়র বরিস জনসনের নেতৃত্বে একদল রাজনীতিবিদ ইইউ ত্যাগের পক্ষে প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে পরিচালিত এক জরিপে দেখা যায়, ইইউতে থাকা না থাকা বিষয়ে ক্যামেরনের ওপর দেশটির জনগণের আস্থা দিন দিন কমছে। যুক্তরাজ্যের বাজার গবেষণা সংস্থা ইউগভ জরিপটি পরিচালনা করে। জরিপ অনুসারে, ইইউতে থাকা না থাকা প্রশ্নে ক্যামেরনকে মাত্র ১৮ ভাগ মানুষ সমর্থন করে। এক্ষেত্রে তার প্রজেক্ট ফেয়ার নামের প্রচারণা ভোটারদের মন জয়ে ব্যর্থ হচ্ছে বলে উঠে এসেছে সংস্থাটির জরিপে। অন্যদিকে ইইউ ত্যাগের পক্ষে প্রচারণা চালিয়ে যাওয়া রক্ষণশীল রাজনীতিবিদদের জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলেও জানায় ইউগভ।
প্রতিবেদন অনুযায়ী, ইইউ ইস্যুতে সবচেয়ে আস্থাভাজন রাজনীতিবিদ হিসেবে গণ্য হচ্ছেন সদ্য বিদায়ী মেয়র বরিস জনসন। তার পক্ষে ৩১ ভাগ ব্রিটিশের সমর্থন রয়েছে। অন্যদিকে লেবার পার্টির নেতা জেরেমি করবাইন ইউউতে থাকার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটারদের সমর্থনের দিক থেকে জেরমি আছেন দ্বিতীয় অবস্থানে। তার পক্ষে ২৯ ভাগ ব্রিটিশ নাগরিকের সমর্থন রয়েছে। আর ডেভিড ক্যামেরন পঞ্চম স্থানে রয়েছেন। গত সপ্তাহে প্রকাশিত দুটি জরিপে ইইউতে থাকার পক্ষে সংখ্যাগরিষ্ঠদের মত রয়েছে বলে উঠে আসলেও গণভোটের ফলাফল নির্ভর করবে শেষ সময়ের অবস্থার ওপর। ইউগভ’র জরিপে ৪১ ভাগ ব্রিটিশ নাগরিক জানিয়েছে, তারা ইইউ ইস্যুতে ভোট দেবেন। এছাড়া ১৩ শতাংশ জানিয়েছে, তারা ভোট দেয়া না দেয়ার বিষয়ে এখনো সিদ্ধান্তহীন। বাকি চার শতাংশ ভোট দেবেন না বলে জানিয়েছেন। উল্লেখ্য, আগামী ২৩ জুন যুক্তরাজ্যের ইইউতে থাকা না থাকার বিষয়ে একটি গণভোট হওয়ার কথা রয়েছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইইউ ইস্যুতে ক্যামেরনকে মাত্র ১৮ শতাংশ মানুষের সমর্থন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ