মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : প্রাইমারি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ার দিকে এখন আর নজর নেই। এখন ডেমোক্রেট শিবিরের মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ধরেই নিয়েছেন তারাই আগামী ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি হতে যাচ্ছেন। তাই একে অন্যের দিকে আক্রমণ আস্তে আস্তে শাণিয়ে নিচ্ছেন। এরই মধ্যে নিউ ইয়র্কের বিলিয়নিয়ার, হঠাৎ রাজনীতিতে অভিষেক হওয়া ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক রেকর্ডে আঘাত করেছেন হিলারি। ডোনাল্ড ট্রাম্প চারবার ঋণখেলাপি হওয়া থেকে রেহাই পেতে আবেদন করেছিলেন। সে বিষয়টিতে খোঁচা মেরেছেন হিলারি। তিনি গত সোমবার ট্রাম্পকে উদ্দেশ করে প্রশ্ন রাখেন, যে ব্যক্তি ক্যাসিনো চালায় সে কি করে দেউলিয়া হয়? ট্রাম্প এর জবাব দিয়েছেন অন্যভাবে। তিনি হিলারির স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের যৌন কেলেঙ্কারির ইস্যুকে সামনে নিয়ে এসেছেন। সোমবারই তিনি একটি বিজ্ঞাপন প্রচার করেছেন। তাতে তিনি দুজন নারীকে ব্যবহার করেছেন। তারা হলেন ক্যাথলিন উইলি এবং জুয়ানিতা ব্রোডড্রিক। কয়েক বছর আগে তারা বিল ক্লিনটনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। তাদেরকে ব্যবহার করে ওই বিজ্ঞাপন তৈরি করা হলেও তাতে রয়েছে বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটনের ফুটেজ। এতে ক্লিনটনের মুখে একটি সিগারেট ধরে রাখতে দেখা যায়। আর হিলারি হাসছেন। ভিডিওটির শেষ ট্যাগলাইনে লেখা, আসলেই কি হিলারি নারীদের সুরক্ষা দিচ্ছেন? এ নারীরা যে অভিযোগ এনেছেন তা বারবারই অস্বীকার করেছেন বিল ক্লিনটন। তাকে কখনই এ অভিযোগে অভিযুক্ত করা হয়নি।
ওদিকে বিবিসির উত্তর আমেরিকা বিষয়ক সাংবাদিক অ্যান্থনি জারচার তার বিশ্লেষণে বলছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ধরন কেমন হবে তা হিলারি ও ডোনাল্ড ট্রাম্পের এই প্রচারণার মাধ্যমেই ফুটে উঠেছে। এতে স্পষ্টত, নির্বাচনী প্রচারে একে অন্যকে ঘায়েল করবেন অতীত কর্মকা- নিয়ে। ১৯৯০-এর দশকে বিল ক্লিনটন যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তখনকার বিভিন্ন ইস্যুতে হিলারির ভাবমূর্তি ঘায়েল করার চেষ্টা করবেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ট্রাম্পের বাণিজ্যিক রেকর্ড হবে হিলারির টার্গেট। তিনি ট্রাম্পের দীর্ঘ বাণিজ্যিক কর্মকা-, এর সঙ্গে গোপন যেসব ইস্যু, ব্যবসায় প্রশ্নবিদ্ধ বিষয়কে টার্গেট করবেন তিনি। দুই প্রার্থীরই এরই মধ্যে নেতিবাচক রেকর্ড রয়েছে। তারা যদি এ ধারায়ই এগোতে থাকেন তাহলে আগামীতে হোয়াইট হাউসে যিনি প্রবেশ করবেন তার ভাবমূর্তিও খুব উজ্জ্বল নাও হতে পারে। ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকরা অভিযোগ করছেন, স্বামী বিল ক্লিনটনের বিরুদ্ধে যারা অভিযোগ আনছেন তাদেরকে অবমূল্যায়নের চেষ্টা করছেন হিলারি। তার শিবির থেকে নির্বাচনী প্রচারে বিল ক্লিনটনের কেলেঙ্কারির দিকে মনোযোগ দেয়া হবে বলে পরিষ্কার করা হয়েছে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।