Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ায় জাতীয় সঙ্গীত বিকৃতির শাস্তি এক বছর কারাদন্ড

প্রকাশের সময় : ২৭ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাতীয় সঙ্গীতকে অবমাননা করা হলে তাকে অপরাধ হিসেবে গণ্য করার একটি আইন রাশিয়ার সুপ্রিমকোর্ট অনুমোদন করেছে। নতুন এই আইনে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে কেউ যদি জাতীয় সঙ্গীতের শব্দ এবং সুর বিকৃত করে কোনো অনুষ্ঠানে ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ায় পরিবেশন করে তাহলে তার এক বছর পর্যন্ত কারাদ- হতে পারে। এতদিন পর্যন্ত জাতীয় সঙ্গীত বিকৃত করে গাইলে শুধুমাত্র জরিমানা হতো। এই জরিমানার পরিমাণ ৪৫ ডলার থেকে ২ হাজার ২০০ ডলার। এখন তার সাথে জেল যোগ হলো। দুজন সরকারদলীয় এমপি এই বিলটি সংসদে তোলেন। এপ্রিলের ৮ তারিখে রাশিয়ার দখল করে নেয়া ভূখ- ক্রিমিয়াতে এক সরকারি অনুষ্ঠানে রুশ জাতীয় সঙ্গীত গাওয়ার ঘটনা থেকে এই আইন প্রণয়নের সূচনা। টিভি স্ক্রিনে প্রচারিত জাতীয় সঙ্গীতের সুরের সাথে ব্যঙ্গাত্মক কয়েকটি শব্দ ঢুকিয়ে দেয়া হয়েছিল, যা নিয়ে সরকারের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। পুলিশ অবশ্য পরে বলে, ভিডিও এডিটর না বুঝেই ইন্টারনেট থেকে শব্দগুলো ঢুকিয়েছিলেন। ইগর ক্রুনভ নামে একজন আইনজীবী এই বিলের বিরোধিতা করে আদালতে গিয়েছিলেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়ায় জাতীয় সঙ্গীত বিকৃতির শাস্তি এক বছর কারাদন্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ