Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এল্ডার্স থেকে জিমি কার্টারের অবসর

প্রকাশের সময় : ২৭ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্ব নেতাদের নিয়ে পরিচালিত বিশ্বশান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করা আন্তর্জাতিক সংস্থা দ্য এল্ডার্স থেকে অবসর নিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। গত বুধবার (২৫ মে) প্রতিষ্ঠানটি থেকে ৯১ বছর বয়সী নোবেল জয়ী এ বিশ্বনেতার অবসরের ঘোষণা দেওয়া হয়। ২০০৭ সালে এল্ডার্স প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন জিমি কার্টার। জিমি কার্টারের অবসর প্রসঙ্গে এল্ডার্সের চেয়ারম্যান জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান বলেছেন, জিমি কার্টারের নেতৃত্ব ও দর্শন ছাড়া এল্ডার্স আজকের এ অবস্থানে আসতে পারত না। তিনি আমাদের সবার কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন। এল্ডার্সের প্রতিষ্ঠার পর ২০০৭ সালের অক্টোবরে জিমি কার্টার প্রথম মিশনে দক্ষিণ আফ্রিকার সুদানের দারফুরে যান। সর্বশেষ ২০১৫ সালের মে মাসে জিমি কার্টার গাজার মানবিক পরিস্থিতি সম্পর্কে বিশ্বের দৃষ্টি আকর্ষণে ইসরাইল ও ফিলিস্তিন সফরে একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তবে বর্তমানে জিমি কার্টার প্রতিষ্ঠানটিতে অবৈতনিক ইমিরেটাস হিসেবে রয়েছেন বলে জানা গেছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এল্ডার্স থেকে জিমি কার্টারের অবসর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ