Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজানে মুসলমানদেরকে ট্রাম্পের অভিনন্দন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০১৯, ৩:৩৬ পিএম

পবিত্র রমজানে সারা বিশ্বের মুসলমানদের প্রতি অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পবিত্র এই মাসের শিক্ষাকে ব্যবহার করে যে কেউ অধিক সম্প্রীতি ও শ্রদ্ধাশীল সমাজ গড়ে তুলতে পারেন। খবর টাইমস অব ইন্ডিয়া।
পবিত্র রমজান মাস উপলক্ষে রোববার হোয়াইট হাউস থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে তিনি বলেন, আমাদেরকে যে রহমত দেয়া হয়েছে তার প্রতিফলন ঘটানোর একটি সুযোগ পুরো এই একমাস। পরস্পরের প্রতি অধিক সংসর্গ গড়ে তোলার সুযোগ এটি। আমার সঙ্গে যুক্তরাষ্ট্রের এবং সারা বিশ্বের মুসলিমদেরকে এই মাসের রহমতের বিষয়ে সবার প্রতি শুভেচ্ছা জানাতে যোগ দিয়েছেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।
পবিত্র রমজান মাসে মুসলমানরা রোজা রাখে, দানশীল হয়, নামাজ আদায়ে অধিক মনোযোগী হয় এবং বেশি বেশি কুরআন তেলাওয়াত করে। ট্রাম্প বলেন, ‘এসবের মাধ্যমে তারা ধর্মীয় যাত্রায় নতুন করে আগ্রহী হয় এবং আল্লাহর অনুগ্রহ ও ক্ষমা পেতে আরো সচেষ্ট হয়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রমজান

২২ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ