বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর খোন্তা কোদাইল খালে বন্দুকযুদ্ধে রানা বাহিনীর তিন সদস্য নিহত ও দুই র্যাব সদস্য আহত হয়েছেন।
সোমবার সকালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়। ঘটনাস্থল থেকে পাইপগান ও ওয়ান শুটারগানসহ চারটি অস্ত্র উদ্ধারের দাবি করেছে র্যাব।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. শামিম সরদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মোংলা স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঠানোর কর্তব্যরত চিকিৎসক দস্যু বাহিনীর তিন সদস্যকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা এ অভিযান চালান। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা দস্যুদের ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।