Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেম্বেলেকে নিয়ে চিন্তিত ভালভার্দে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০১৯, ১২:০৪ এএম

শিরোপা নিশ্চিত হয়েছে আগেই। সামনে চ্যাম্পিয়ন্স লিগে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। যে কারণে তারকা খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে অচেনা একাদশ মাঠে নামায় বার্সেলোনা। আর্নেস্তো ভালভার্দের দলকে এর খেসারত দিতে হয়েছে ম্যাচ হেরে। আর দারুণ জয়ে লিগ থেকে অবনমনের শঙ্কা অনেকটাই কাটিয়ে তুলেছে সেল্টা ভিগো।
পরশু রাতে নিজেদের মাঠে বার্সেলোনাকে ২-০ গোলে হারায় সেল্টা ভিগো। দ্বিতীয়ার্ধে গোল করেন ম্যক্সি গোমেজ ও ইগো আসপাস। চলতি লিগে বার্সার এটি তৃতীয় পরাজয়। তার চেয়ে বার্সার জন্য বড় ধাক্কা হয়ে এসেছে ওউসমান দেম্বেলের ইনজুরি।
আগামী মঙ্গলবার লিভারপুলের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ থাকায় নিয়মিত একাদশের অধিকাংশ খেলোয়াড়কে বিশ্রামে রাখেন বার্সেলোনা কোচ। প্রথম লেগে ৩-০ গোলে জেতায় ফাইনালে অবশ্য এক পা দিয়ে রেখেছে কাতালান ক্লাবটি। তারপরও দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সতেজ রাখতে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জেরার্ড পিকেসহ আট জনকে এ ম্যাচের দলেই রাখেননি ভালভার্দে।
লিগে টানা ২৩ ম্যাচ অপরাজিত থেকে খেলতে নামা বার্সার নতুন একাদশ কোচের মন ভরাতে পারেনি। পুরো ম্যাচে তারা উল্লেখ করার মত তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের পঞ্চম মিনিটে হ্যামস্ট্রিং চোট নিয়ে দেম্বেলে মাঠ ছাড়েন। পুরো ম্যাচে বার্সা এদিন একটিমাত্র শট লক্ষ্যে রাখতে পারে। পক্ষান্তরে গোমেজ-আরাওজো-আসপাসদের সামনে কঠিন পরীক্ষা দিতে হয় বার্সা গোলরক্ষক ইয়াসপের সিলিসেনকে।
বিরতি থেকে ফিরে পঞ্চম মিনিটে গোল উৎসবে মেতে ওঠে সেল্টা। কিন্তু ভিএআর তাদের সেই উৎসব থামিয়ে দেয়। পয়েন্ট তালিকায় অবনমনের সঙ্গে লড়তে থাকা দলটি গোলের জন্য আরো মরিয়া হয়ে ওঠে। ৬৭তম মিনিটে অবশেষে তাদের প্রচেষ্টা সফলতার মুখ দেখে। ডান প্রান্ত থেকে সতীর্থের বাড়ানো ক্রসে ¯øাইড ভলিতে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান গোমেস। চলতি লিগে উরুগুয়ান ফরোয়ার্ডের এটি ১৩তম গোল।
গোলের আগেই চোট পাওয়া বার্সা ডিফেন্ডার জিয়ান-ক্লাইর তদিবো খেলা চালিয়ে যেতে না পেরে মাঠ ছাড়েন ৬৭তম মিনিটে। ৮৬তম মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন আসপাস। স্প্যানিশ ফরোয়ার্ডের লিগে এটি ১৭তম গোল। ডি বক্সে স্যামুয়েল উমতিরি হাতে বল লাগলে ভিএআরের সহায়তায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি।
বার্সার জন্য এই পরাজয় পরিসংখ্যান হালকা হওয়া ছাড়া লিগে কোনো প্রভাব ফেলবে না। চাইলে ডেম্বের ইনজুরির পর ফিলিপ কুতিনহোকে নামাতে পারতেন কোচ। কিন্তু ম্যাচ শেষে ভালভার্দের যুক্তি, ‘আমি তার পরিবর্তে ফিলিপে কৌতিনিয়োকে মাঠে নামালাম না কারণ আমি আর কোনো ঝুঁকি নিতে চাইনি।’ তিনি বলেন, ‘দেম্বেলে আমাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য এটা বড় একটা আঘাত।’ ডেম্বেলে ডান পায়ের হ্যামিস্ট্রংয়ে চোট পেয়েছেন বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। তবে চোটের ধরণ সম্পর্কে এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। সেল্টার বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়েন তরুণ ফরাসি ডিফেন্ডার তদিবো। তবে তার সমস্যা গুরুতর নয় বলে আশাবাদী ভালভার্দে।
রাতের আরেক ম্যাচে পয়েন্ট তালিকার নয় নম্বর দল এস্পানিওলের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ৩-০ গোলে হেরে যায় দুইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ।
গত সপ্তায় লেভান্তের বিপক্ষে ১-০ গোলের জয়ে শিরোপা উৎসব করা বার্সেলোনার সংগ্রহ ৩৬ ম্যাচে ২৫ জয় ও ৮ ড্রয়ে ৮৩ পয়েন্ট। সমান ম্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট ৭৪। এক ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে তালিকার তিনে থাকা রিয়াল মাদ্রিদ রোববার নিজেদের মাঠে খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে। ৩৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগে টিকে থাকার সম্ভবনা জোরালো করেছে সেল্টা ভিগো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ