Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শক্তিমত্তার মাধ্যমেই প্রকৃত শান্তি আসে : কিম

ভালো সম্পর্কের পথকে কিম বিপদগ্রস্ত করবেন না : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০১৯, ১২:০৪ এএম

জাপান সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সক্ষমতা যাচাই করল উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রের ওই পরীক্ষা করেই দেশটির নেতা কিম জং-উন বললেন, ‘শক্তিমত্তার মাধ্যমেই নিশ্চিত হয় প্রকৃত শান্তি ও নিরাপত্তা; এটিই সত্য।’ শনিবার দেশটির পূর্বাঞ্চলে জাপান সাগরের হোদো উপদ্বীপ থেকে চালানো হয় এ পরীক্ষা। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। পারমাণবিক আলোচনায় ওয়াশিংটনের ওপর চাপ বাড়াতে এক বছরেরও বেশি সময়ের মধ্যে এটি ছিল পিয়ংইয়ংয়ের প্রথম স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। খবরে বলা হয়, উত্তর কোরিয়া সামরিক ‘হামলার মহড়া’ চালিয়েছে এবং এতে নানা ধরণের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে। দেশটির শীর্ষ নেতা কিম জং উনের নজরদারিতে এ মহড়া চালানো হয়েছে। রোববার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থাটি জানিয়েছে, শনিবার জাপান সাগরের হোডো উপদ্বীপ থেকে ‘বিভিন্ন পাল্লার একাধিক ক্ষেপণাস্ত্র’ ছোঁড়া হয়েছে মহড়ায়। দেশের ‘সামরিক মোকাবেলার সক্ষমতা বৃদ্ধির জন্য’ উন এই ক্ষেপণাস্ত্র মহড়ার নির্দেশ দিয়েছেন। তবে মহড়ায় অংশগ্রহণকারী ক্ষেপণাস্ত্রগুলোর বিশদ কোনো বিবরণ দেওয়া হয়নি। মহড়ায় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট সেনাদের উদ্দেশে বলেছেন, তাদেরকে মনে রাখতে হবে যে, ‘লৌহকঠিন সত্য এটাই যে প্রকৃত শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হয় কেবল শক্তিমত্তার মাধ্যমে।’ মহড়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই টুইটবার্তায় বলেছেন, তার বিশ্বাস ভালো সম্পর্কের পথকে কিম বিপদগ্রস্ত করবেন না। উনের উদ্দেশে তিনি বলেছেন, উত্তর কোরিয়ার নেতা জানেন যে, ‘আমি তার সঙ্গে আছি এবং তার সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি ভাঙতে চাই না। চুক্তি হবে!’ মার্কিন প্রেসিডেন্ট আরো বলেছেন, ‘আমি বিশ্বাস করি কিম জং উন উত্তর কোরিয়ার ব্যাপক সম্ভাবনাময় অর্থনীতির বিষয়টি বোঝেন এবং একে ব্যাহত বা শেষ করে দেওয়ার মতো কিছুই তিনি করবেন না।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রতি পুনরায় তার আস্থা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, কিম জং উন ‘তার প্রতিশ্রুতি ভঙ্গ’ করবেন না। এক বছরের বেশি সময় পর উত্তর কোরিয়া প্রথমবারের মতো স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে এমন খবরের পর ট্রাম্প এই মন্তব্য করলেন। এক টুইট বার্তায় ট্রাম্প লিখেন, চমকপ্রদ এই বিশ্বে যেকোনও কিছু সম্ভব। পিয়ংইয়ং সাগরে বেশ কয়েকটি অচিহ্নিত মিসাইল ছুঁড়েছে সিউল এমনটা জানানোর পর ট্রাম্প এই টুইট করেন। তিনি লিখেন, কিন্তু আমি বিশ্বাস করি কিম জং উন উত্তর কোরিয়ার ব্যাপক অর্থনৈতিক সম্ভাবনার বিষয়টি বুঝতে পেরেছেন এবং এটিতে বিঘ্ন ঘটাতে বা ইতি টানতে তিনি কিছু করবেন না। ট্রাম্প আরও বলেন, তিনি (কিম) জানেন যে আমি তার সঙ্গে রয়েছি এবং আমাকে দেয়া প্রতিশ্রুতি তিনি ভাঙবেন না। চুক্তি হবেই! মার্কিন প্রেসিডেন্ট বলেন, ২০১৮ সালে সিঙ্গাপুরে তাদের মধ্যে ঐতিহাসিক বৈঠকের পর কোরিয়া উপদ্বীপ ‘পুরোপুরি পরমাণু নিরস্ত্রীকরণের’ ব্যাপারে কিম এখন প্রতিশ্রুতিবদ্ধ। গত ফেব্রুয়ারি মাসে উভয় নেতার মধ্যে হ্যানয়ে আরেকটি বৈঠক ব্যর্থ হওয়ার পর ট্রাম্প দাবি করেছেন যে, তাদের মধ্যে সম্পর্ক এখনও ভালো রয়েছে। দূরপাল্লার মিসাইল ও পরমাণু অস্ত্র পরীক্ষার ব্যাপারে কিম তার প্রতিশ্রুতিও বজায় রাখবেন বলেও জোর দিয়ে বলেছেন ট্রাম্প। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ