মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লিবিয়ার চলমান সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকায় হতাশা ব্যক্ত করেছেন দেশটির জাতীয় ঐক্য সরকারের প্রেসিডেন্ট কাউন্সিলের চেয়ারম্যান ফায়েজ আল-সিরাজ। সম্প্রতি তিনি জানান, পূর্বাঞ্চল নিয়ন্ত্রণকারী সেনা কমান্ডার খলিফা হাফতার সমর্থিত সেনাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আরও কঠোর পদক্ষেপ আশা করেছিলেন তিনি। ফায়েজ আল-সিরাজ বলেন, ত্রিপলিতে হামলার প্রতিক্রিয়াগুলো অত্যন্ত খারাপ। আমি আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে আরও কঠোর অবস্থান আশা করেছিলাম। আল-সিরাজ বলেন, রাজধানী ত্রিপলির ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দোষী সাব্যস্ত করে বিচারের সম্মুখীন করা উচিত। নির্বাচনের কথাটি ত্রিপলিতে হামলার আগে থেকেই আলোচিত ছিলো বলেও জানান তিনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ফ্রান্সের কয়েকজন সেনা কর্মকর্তা মার্জ শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, যারা খলিফা হাফতারের বাহিনীকে আরও শক্তিশালী করার জন্য এসেছেন। লিবিয়ার বেশ কয়েকটি পত্রিকা হাফতারের বাহিনীকে সমর্থন করার জন্য ফরাসি সামরিক উপদেষ্টাদের উপস্থিতির খবর দিয়েছে। দেশটির জাতীয় ঐক্য সরকার ঘোষণায় জানিয়েছে, তারা ত্রিপলিতে হামলার ক্ষেত্রে ফরাসি সমর্থনের প্রতিবাদ হিসেবে ফ্রান্সের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক স্থগিত রেখেছে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।