Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তেলেঙ্গানায় ৪শ বছরের মসজিদ ভেঙে ফেলেছে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ মে, ২০১৯, ১২:০৮ এএম

রাস্তা প্রশস্ত করার নামে তেলেঙ্গানার ৪০০ বছরের পুরোনো একটি মসজিদ ও আশুরাখানা ভেঙে ফেলা হয়েছে। রাতের আঁধারে এ কাজ করে কর্তৃপক্ষ। পরে বিষয়টি স্থানীয় জনগণের চোখে পড়লে তারা ব্যাপক বিক্ষোভ করে। জানা গেছে, গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন (জিএইচএমসি) ও হায়দরাবাদ ট্রাফিক পুলিশ বিভাগ যৌথভাবে ভাঙার এ কাজ করে। এ অবস্থায় স্থানীয় জনগণ ক্ষোভে ফুঁসছে। তারা জানিয়েছে, স্থানীয় মুসলিম সংগঠনগুলো এ ঘৃণ্য কাজের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাবে। তারা অচিরেই এ মসজিদ পুনঃনির্মাণ করে দেয়ার দাবি জানান। একই সাথে যারা এ কাজের সাথে যুক্ত তাদের কঠোর শাস্তিও দাবি করা হয়। স্থানীয় মুসলমানরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসজিদ ভেঙে ফেলেছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ