Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে আগ্রাসন বন্ধ করুন : তালিবান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ মে, ২০১৯, ১২:০৮ এএম

অস্ত্র সমর্পণের জন্য চাপ সৃষ্টির পরিবর্তে আমেরিকাকে আফগানিস্তানে সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে দেশটির তালেবান। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠেয় ৬ষ্ঠ রাউন্ড আলোচনায় অংশ নেয়া আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জালমাই খালিলজাদের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ মন্তব্য করেন। খালিলজাদ অধিবেশনের শুরুতে বলেন, তালেবানের উচিত অস্ত্র ত্যাগ করে সহিংসতা বন্ধ করা এবং শান্তি প্রক্রিয়াকে স্বাগত জানানো। তিনি আরো বলেন, আলোচনার শুরুতে আমি তালেবানের উদ্দেশ্যে বলতে চাই যে আফগান জনগণ যারা আপনাদেরই ভাই-বোন তারা এ যুদ্ধের অবসান চায়। শুক্রবার তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মার্কিন কূটনীতিক খালিলজাদের বক্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমাদেরকে অস্ত্র ত্যাগ করার বিষয়ে যে পরামর্শ দেয়া হচ্ছে সেটি ওয়াশিংটনকে ভুলে যেতে হবে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালিবান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ