মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত বছর অক্টোবরে রাশিয়ার সঙ্গে একটি মাল্টি-বিলিয়ন ডলার চুক্তি সইয়ের পর ভারত এখন তার বিমানবাহী রণতরী ও ভবিষ্যত গ্রেগরিভিচ-ক্লাস যুদ্ধজাহাজে মোতায়েনের জন্য ১০টি কামভ-৩১ হেলিকপ্টার কিনতে যাচ্ছে। চলতি মাসের শেষ দিকে এ ব্যাপারে চুক্তি সই হতে পারে। কা-২৭ (কা-২৮) ডিজাইনের উপর ভিত্তি করে কামভ কা-৩১ এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং এন্ড কন্ট্রোল হেলিকপ্টারের উন্নয়ন শুরু হয় ১৯৮৭ সালে। সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই জানায়, রাশিয়ার কাছ থেকে ১০টি কামভ কা-৩১ হেলিকপ্টার কিনতে প্রতিরক্ষামন্ত্রণালয় ৫০০ মিলিয়ন ডলারের প্রস্তাবটি গ্রহণ করতে যাচ্ছে। ২০০৩ সাল থেকে ভারতীয় নৌবাহিনীকে মোট ১৪টি কামভ-৩১ হেলিকপ্টার সরবরাহ করেছে রাশিয়া। এর মধ্যে প্রথম চারটি ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয় ২০০৩ সালে। দ্বিতীয় ব্যাচ যুক্ত হয় ২০০৫ সালে। বর্তমানে কা-৩১গুলোর স্টেশন ভারতের তলোয়ার ক্লাস ফ্রিগেটে। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।